সেঞ্চুরি করে বাবর পেলেন ৩১ লাখের গাড়ি

২৭ ফেব্রুয়ারি ২০২৪

সেঞ্চুরি করে বাবর পেলেন ৩১ লাখের গাড়ি

বাবর আজম নাকি টি-টুয়েন্টি খেলতে পারেন না- এমনই বলে থাকেন সমালোচকেরা। সেইসব সমালোচকদের এবার উচিত জবাব দিয়ে দিলেন বাবর আজম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হাঁকালেন বিধ্বংসী সেঞ্চুরি। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে সাথে সাথেই পুরস্কার ঘোষণা করেছে বাবরের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। পুরস্কার হিসেবে বাবর পাচ্ছেন বিখ্যাত মরিস গ্যারেজ (এমজি) ব্র্যান্ডের গাড়ি।

গত সোমবার বাবর তার জন্মস্থান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৬৩ বলে ১১১ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। টি-টুয়েন্টিতে এটা তার ১১তম সেঞ্চুরি। যার ওপর ভর করে ইসলামাবাদ ইউনাইটেডকে রানে হারিয়ে দেয় বাবরের দল পেশোয়ার জালমি। দুই ফিফটি এক সেঞ্চুরিতে ৮২.৫০ গড়ে ৩৩০ রান নিয়ে বাবরই এখন পিএসএলের রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে। তার স্ট্রাইকরেট ১৫১.৩৮।

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ জয়ের পর বাবরকে সুখবরটা দেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। নিজের এক্স অ্যাকাউন্টে মরিস গ্যারেজেরএইচএস এসেন্স .৫টিমডেলের একটি গাড়ির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “বাবর আজমের জন্য এমজি উপহার। পাকিস্তানে সে- প্রথম এমসি এসেন্স চালাবে এবং গাড়িটি পাকিস্তানে তৈরি।

যুক্তরাজ্যের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমজির গাড়ি এখন পাকিস্তানে তৈরি করা হয়। গাড়িটির বাজারমূল্য পাকিস্তানি মুদ্রায় ৮০ লাখ ৯৯ হাজার পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ ৮২ হাজার টাকা।

মন্তব্য করুন: