১০ ও ১১ নম্বর ব্যাটারের সেঞ্চুরি, শেষ উইকেটে ২৩২ রানের জুটি
২৭ ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট মাঝেমধ্যেই অদ্ভুত কিছু ঘটনা উপহার দেয়। তেমনই এক ঘটনা ঘটল ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে। বারোদার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন মুম্বাইয়ের ১০ ও ১১ নম্বর ব্যাটার তানুশ কোটিয়ান ও তুষার দেশপান্ডে। দুজনের শেষ উইকেট জুটিতে এসেছে ২৩২ রান।
মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স মাঠে ম্যাচের চতুর্থ দিন সোমবার মুম্বাই ৩৩৭ রানে ৯ উইকেট হারানোর পর তানুশ ও তুষার জুটি গড়েন। দিনশেষে তানুশ ৩২ ও তুষার ২৩ রানে অপরাজিত ছিলেন। মঙ্গলবার পঞ্চম দিন ১১৫ বলে সেঞ্চুরি তুলে নেন তানুশ। তারপর তুষার ১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা দুজনেরই প্রথম সেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে স্রেফ দ্বিতীয়বারের মতো একই ইনিংসে ১০ ও ১১ নম্বর ব্যাটার সেঞ্চুরির স্বাদ পেলেন। প্রথম কীর্তিটাও দুই ভারতীয়ের। ১৯৪৬ সালে ইন্ডিয়ান্স দলের হয়ে সারের বিপক্ষে তিন দিনের ম্যাচে ১০ নম্বরে নেমে চান্দু সারওয়াত করেন অপরাজিত ১২৪ রান, ১১ নম্বরে সরোদিন্দু নাথ ব্যানার্জীর ব্যাট থেকে আসে ১২১ রান।
মন্তব্য করুন: