সাকিবের নেতৃত্বে বিপিএল খেলেছেন টাইগারদের নতুন বোলিং কোচ
২৮ ফেব্রুয়ারি ২০২৪
অ্যালান ডোনাল্ড যুগের শেষে নতুন পেস বোলিং কোচ হিসেবে নিউ জিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি। গত মঙ্গলবার এই ঘোষণা আসার পর থেকেই ক্রিকেটাঙ্গনে খোঁজ খবর শুরু হয়েছে অ্যাডামসকে নিয়ে। ইতিহাস ঘেটে দেখা গেল, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সাবেক এই কিউই পেসারের সম্পর্ক বেশ পুরনো। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি খেলেছেন বিপিএলেও।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরের একটি দল ছিল খুলনা রয়্যাল বেঙ্গলস। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এই দলের হয়েই বিপিএলে খেলেছিলেন অ্যাডামস। ৩ ম্যাচের এক ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ছিল ৪ রান। বল হাতে কোনো উইকেট শিকার করতে পারেননি। বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ২টি ওয়ানডে খেলার সুযোগ পেয়ে করেছেন ২২ রান, উইকেট নিয়েছেন ১টি। অন্য দুই ফরম্যাটে তার বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি।
২০০২ থেকে ২০০৭ পর্যন্ত সময়ে নিউ জিল্যান্ডের হয়ে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অ্যাডামস। উইকেট নিয়েছেন ৬২টি। একটি টেস্টের দুই ইনিংসে ১৮ রানের পাশাপাশি ওয়ানডেতে করেছেন ৪১৯ রান। তবে প্রায় দেড় যুগের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪ হাজার ৫৪০ রান ও ৬৯২ উইকেট শিকার করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে তিনি নিউ জিল্যান্ড নারী দলের বোলিং কোচ ছিলেন।
মন্তব্য করুন: