মোহামেডান ছেড়ে সাকিব এবার শেখ জামালে

২৮ ফেব্রুয়ারি ২০২৪

মোহামেডান ছেড়ে সাকিব এবার শেখ জামালে

ডিপিএলের ২০২১ মৌসুমে আবাহনীর বিপক্ষে ম্যাচে এভাবেই লাথি মেরে স্টাম্প ভেঙেছিলেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ঘিরে দর্শকদের মাঝে যখন আগ্রহ তুঙ্গে, তখনই শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। নতুন মৌসুম সামনে রেখে বুধবার দলবদলের প্রথম দিন অংশ নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর ও সিটি ক্লাব।

আগামী ডিপিএলে সাকিব আল হাসান দল বদলাচ্ছেন, তা আগেই জানা গিয়েছিল। এদিন অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকতাটুকু সেরে ফেললেন সাকিব। গত আসরে মোহামেডানে খেলা বিশ্বসেরা অল-রাউন্ডার এবার খেলবেন ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। তার সঙ্গে অনলাইনে দলবদল করে শেখ জামালে যোগ দিয়েছেন ইয়াসির আলী ও রিপন মণ্ডল।

জাতীয় দলের দুই সিনিয়র তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম গতবারের মতো এবারও প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। দলটিতে আরও যোগ দিয়েছেন সাব্বির রহমান, এনামুল হক ও সানজামুল ইসলাম। গতবার প্রাইম ব্যাংকের হয়ে খেলা জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম খেলবেন আবাহনীর হয়ে। মোহামেডান থেকে আবাহনীতে যোগ দিচ্ছেন জাতীয় দলের আরেক পেসার খালেদ আহমেদ। শেখ জামাল থেকে আবাহনীতে গেছেন বিপিএলের বড় নাম তাওহীদ হৃদয়। 

আগামী ৯ মার্চ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর কথা আছে। এর আগেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের আন্তর্জাতিক সিরিজ শুরু হবে। তাই জাতীয় দলের তারকাদের ডিপিএলের শুরুতে পাওয়া যাবে না। তাছাড়া এবারের ডিপিএলে থাকছেন না কোনো বিদেশি ক্রিকেটার।

মন্তব্য করুন: