বিপিএলে ২৪ ছক্কায় বাংলাদেশের সেরা হৃদয়

২৮ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলে ২৪ ছক্কায় বাংলাদেশের সেরা হৃদয়

স্বপ্নের মতো বিপিএল কাটাচ্ছেন তাওহীদ হৃদয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটার এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৪০.৬৩ গড়ে ৪৪৭ রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। শুধু তাই নয়, বাংলাদেশি ব্যাটারদের মাঝে এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এখন হৃদয়ের। পেছনে পড়ে গেছেন তামিম ইকবাল খান।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ২৪টি ছক্কা মেরেছেন হৃদয়। ২০১৮-১৯ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৩টি ছক্কা মেরেছিলেন তামিম, যার ১১টিই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে। হৃদয় এবার বাংলাদেশিদের মধ্যে শীর্ষে উঠলেও সব দেশ মিলিয়ে তার শীর্ষে ওঠা এই আসরে অসম্ভব। কারণ, এক আসরে ৪৭ ছক্কা মেরে শীর্ষে আছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল।

সব দেশ মিলিয়ে বিপিএলে সর্বোচ্চ ছক্কায় হৃদয় যুগ্মভাবে আছেন ৮ নম্বরে। গেইল ছাড়া তার আগে আরও আছেন- নিকোলাস পুরান (২৮), আন্দ্রে রাসেল (২৮), এভিন লুইস (২৮), জনসন চার্লস (২৬) এবং আহমেদ শেহজাদ (২৫)। সমান ২৪টি ছক্কা মেরে হৃদয়ের সঙ্গী রাইলি রুশো। এ আসরে ক্রিস গেইলকে ছাড়াতে না পারলেও আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য বিপিএলের ফাইনালে বাকিদের ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যেতে পারেন হৃদয়। এজন্য তাকে পাঁচটি ছক্কা মারলেই চলবে।

মন্তব্য করুন: