কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ঈশান, শ্রেয়াস
২৮ ফেব্রুয়ারি ২০২৪
গুঞ্জনটা আগেই ছড়িয়ে পড়েছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশানকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এতে নাম নেই এই দুই তরুণ ক্রিকেটারের। বোর্ডের নির্দেশ উপেক্ষা করায় তারা এই শাস্তি পেলেন।
দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় টেস্ট দলে ছিলেন ঈশান। তবে ওই সিরিজে তিনি একাদশে সুযোগ পাননি। অবশ্য প্রথম টেস্টের পর হঠাৎ করে তিনি জানান, মানসিকভাবে তিনি ক্লান্ত। তাই বিশ্রাম প্রয়োজন। বিসিসিআই তখন ছুটি দিতেই ঈশান দুবাই চলে যান একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার এই কাণ্ড বিসিসিআই ভালোভাবে নেয়নি। ফলে ঘরের মাঠে চলতি ইংল্যান্ড সিরিজেও তার সুযোগ হয়নি।
শ্রেয়াসও ফর্মহীনতায় ভুগে ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েন। এই দুজনকেই বিসিসিআই নির্দেশ দেয়, ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলার। কিন্তু কেউই এই নির্দেশনায় কর্ণপাত করেননি।
২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়াস ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে আর ঈশান ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে।
চুক্তি অনুযায়ী, বিসিসিআই থেকে বার্ষিক ৩ কোটি রুপি বেতন পেতেন শ্রেয়স। অন্যদিকে ঈশান পেতেন ১ কোটি রুপি। নতুন তালিকায় নাম না থাকায় বোর্ডের কাছ থেকে বার্ষিক বেতন হিসাবে তারা আর কোনো অর্থ পাবেন না। শুধু জাতীয় দলের হয়ে খেললে ম্যাচ ফি এবং দৈনিক ভাতা পাবেন। বিসিসিআই এটাও জানিয়েছে, আগামী এক বছরে এই দুজনের কেন্দ্রীয় চুক্তিতে আসার কোনো সম্ভাবনা নেই। এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় দুই তরুণের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গেল।
মন্তব্য করুন: