বিপিএল থেকে বিদায় নিয়ে রংপুর মালিকের কাছে ক্ষমা চাইলেন সোহান

২৯ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএল থেকে বিদায় নিয়ে রংপুর মালিকের কাছে ক্ষমা চাইলেন সোহান

লিগ পর্বের শীর্ষ দল হিসেবেই এবারের বিপিএলের প্লে-অফে এসেছিল রংপুর রাইডার্স। কিন্তু লিগ পর্বের দুর্দান্ত পারফর্ম করা দলটিকে ফাইনালে ওঠার লড়াইয়ে যেন খুঁজেই পাওয়া যায়নি। প্লে-অফের দুই ম্যাচ হেরে আসর থেকেই বিদায় নিয়েছে তারা। ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে দল বাদ পড়ায় অধিনায়ক হিসেবে সব দায় নিজের ওপর নিয়েছেন নুরুল হাসান সোহান। একই সঙ্গে রংপুর মালিকপক্ষের কাছেও ক্ষমা চেয়েছেন এই এই উইকেটরক্ষক-ব্যাটার।

বিপিএলের দশম আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি রংপুরের। প্রথম তিন ম্যাচের দুটিতেই হারের মুখ দেখে তারা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে সোহানের দল খুব একটা সময় নেয়নি। পরের টানা আট ম্যাচ জিতে শীর্ষ দল হিসেবেই প্লে-অফ নিশ্চিত করে তারা। পারফরম্যান্সের বিচারে দেশি-বিদেশি তারকায় ঠাঁসা দলটিকে ভাবা হচ্ছিল শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে।

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার শেষ সুযোগটিও হাতছাড়া করে রংপুর। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এর দায় পুরোটা নিজের কাঁধে নেন অধিনায়ক সোহান। সাকিব আল হাসান, নিকোলাস পুরান, জিমি নিশাম, ইমরান তাহির, মোহাম্মদ নবীর মতো টি-টুয়েন্টি ক্রিকেটের বড় নামগুলোকে নিয়ে দল সাজিয়েও রংপুরকে ফাইনালে তুলতে না পারায় মালিক পক্ষের কাছে বেশ কয়েকবার ক্ষমাও চান তিনি।

খুবই সরি ফ্র্যাঞ্চাইজির প্রতি কারণ আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স এমন একটা ফ্র্যাঞ্চাইজি তারা আমাদের সব ধরনের সহযোগিতা করেছে। অনেক করে চাচ্ছিলো যাতে আমরা ফাইনাল খেলি কারণ আমাদের যে দল ছিল, যে পরিস্থিতিতে আমরা ছিলাম এবং লিগ পর্বে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি আমার কাছে মনে হয় আমরা ফাইনাল খেলা ডিজার্ভ করতাম।

লিগ পর্বে টানা আট ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করা রংপুর নিজেদের শেষ তিন ম্যাচে একপ্রকার রঙহীন পারফর্ম করে। এটিকেও ফাইনালে উঠতে না পারার কারণ হিসেবে দেখা সোহান বলেন, সবশেষ তিনটা ম্যাচে দল হিসেবে আমরা বাজে ক্রিকেট খেলেছি। যার কারণে দুটো সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি। আর অধিনায়ক হিসেবে এই দায়ভার আমি নিজেই নিচ্ছি। সবচেয়ে বড় কথা ফ্র্যাঞ্চাইজির প্রতি অনেক বেশি সরি আমরা কারণ তারা এত এফোর্ট দিয়েছে আমাদের তবুও করতে পারিনি।

মন্তব্য করুন: