সৌম্য নিজের ক্ষমতা সম্পর্কে জানে কি না আমার সন্দেহ হয়: মুশফিক

২৯ ফেব্রুয়ারি ২০২৪

সৌম্য নিজের ক্ষমতা সম্পর্কে জানে কি না আমার সন্দেহ হয়: মুশফিক

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয় সৌম্য সরকারকে। কিন্তু বাঁহাতি এই ব্যাটার তার প্রতিভার কতটুকু বাংলাদেশকে দিতে পেরেছেন তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে দারুণ পারফর্ম করেও এবারের বিপিএল খুব একটা ছন্দে নেই তিনি। ফরচুন বরিশাল ও তার জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমও মনে করছেন, সৌম্য হয়তো নিজেও তার প্রতিভা সম্পর্কে জানে না।

গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়েছিলেন সৌম্য। সমর্থকরাও আশায় ছিলেন এবারের বিপিএলেও তার ব্যাটে রানের ফুলঝুরি দেখার। কিন্তু সমর্থকদের বেশ হতাশই করেন তিনি। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১২৮ স্ট্রাইক-রেটে রান করেছেন কেবল ২৬২। একটি পঞ্চাশোর্ধ ইনিংস খেললেও শূন্য রানেই সাজঘরে ফিরেছেন ৩ ম্যাচে।

বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে সৌম্য করেন ১৮ বলে ২২ রান। বরিশাল ম্যাচটি জেতে ৬ উইকেটে। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনেও উঠে আসে সৌম্যর পারফরম্যান্সের বিষয়টি। আর বাঁহাতি এই ব্যাটারকে নিয়ে আলোচনা হওয়াটাও স্বাভাবিক মনে করা মুশফিক বলেন,আলোচনা… আমার মনে হয়, সৌম্য যে ধরনের খেলোয়াড়, তার ক্ষমতা কতটুকু, এটা সে নিজে কতটুকু জানে আমার কাছেও মাঝেমধ্যে দ্বিধা হয়।

“সে যদি নিজেকে ওরকম ভাবে তাহলে এর চেয়ে ভালো কিছু দিতে পারবে। আপনি যদি আমাকে বলেন আন্দ্রে রাসেল বা টি-টুয়েন্টির পাওয়ারহাউজ তাদের দলে খেলি আর ভাবি তারাই সব করে দিবে তাহলে হবে না (আনফরচুনেটলি নট) আমার দিন আসলে আমি যেন শেষ করতে পারে তখনই ওই প্লেয়ারটা (ভালো) হবে।

সৌম্যর সামর্থ্যের উদাহরণ দিতে গিয়ে মুশফিক টেনে আনেন লিগ পর্বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্যর ১৩৯ রানের পার্টনারশিপের কথা। সেদিনের ম্যাচে ১৯ রানে ৩ উইকেট হারানোর পর এই জুটির কল্যাণে বড় সংগ্রহ পায় বরিশাল। এখন পর্যন্ত চলতি আসরে নিজের সর্বোচ্চ ৭৫* রানের ইনিংসটিও সেদিন খেলেন সৌম্য।  

যতদিন নিজেকে ছোট ভাববেন ছোটই থাকবেন। আর যত বড় ভাববেন বা হওয়ার চেষ্টা করবেন তখন হয়তবা আপনি পারবেন। পুরা বিপিএলে সে (সৌম্য) ভালো শুরু পারছে। কিন্তু… তার মানে অবশ্যই এখানে কিছু ভুল আছে। এটা তারই খুঁজে বের করতে হবে। সামনে জাতীয় দলেরও বড় বড় খেলা আছে। সে যদি এটা কাটিয়ে উঠতে পারে তাহলে এটা ওর জন্য ভালো দলের জন্যও ভালো।

মন্তব্য করুন: