আলোচিত আম্পায়ার এরাসমাসের অবসর ঘোষণা

২৯ ফেব্রুয়ারি ২০২৪

আলোচিত আম্পায়ার এরাসমাসের অবসর ঘোষণা

তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া মারাইস এরাসমাস আন্তর্জাতিক ক্রিকেটে আর আম্পায়ারিং করবেন না। বৃহস্পতিবার ভোরে ওয়েলিংটনে শুরু হওয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টই হবে আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ। এরপর কিছুদিন বিরতি নিয়ে ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আম্পায়ারিং চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এরাসমাস।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এরাসমাস বলেছেন, সিদ্ধান্তটা আমি গত বছরের অক্টোবরে নিয়েছি। আইসিসিকে সেটা জানিয়েও দিয়েছি যে এপ্রিলে আমার চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকছি না। প্রথম দুই মাস আমি শীতকালীন ছুটি কাটাব। আমরা দেশের মধ্যেই ভ্রমণের পরিকল্পনা করে রেখেছি। সেপ্টেম্বর থেকে আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অধীন চলে যাব।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জোলো ম্যথিউসকে টাইমড আউট দিয়ে আলোচিত হয়েছিলেন এরাসমাস। এর আগে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে এরাসমাসের কিছু সিদ্ধান্ত বিতর্কিত হয়েছিল। ২০১৫ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্বেও ছিলেন এরাসমাস। ২০১৬, ২০১৭ ও ২০২১ সালে তিনি আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছিলেন।

আম্পায়ারিংয়ে আসার আগে এরাসমাস দক্ষিণ আফ্রিকায় ৫৩টি প্রথম শ্রেণির ও ৫৪টি লিস্ট ম্যাচ খেলেছেন। এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ৬০ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান বলেন, পরবর্তী মৌসুমে আমি ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করব এবং একই সঙ্গে পরামর্শকের ভূমিকা পালন করব। আমি খায়া মাজোলা উইকে (সপ্তাহব্যাপী আয়োজিত একটি স্কুলের অনুষ্ঠান) অথবা ক্লাব চ্যাম্পিয়নশিপে যেতে পারি। সেখানে আমি খেলা দেখব এবং আম্পায়ারদের পরামর্শ দেব।

মন্তব্য করুন: