বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা
২৯ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের আর একটি ম্যাচ বাকি। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশাল। এর আগের দিন বৃহস্পতিবার পুরস্কারমূল্য ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএল ২০২৪ আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা পুরস্কার আর রানার্সআপরা পাবে ১ কোটি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। এছাড়া ফাইনালের ম্যাচসেরা, টুর্নামেন্টের সেরা ফিল্ডার, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেটশিকারী পাবেন ৫ লাখ টাকা করে পুরস্কার।
এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
মন্তব্য করুন: