বিপিএলের ফটোশ্যুটে না যাওয়ায় তামিমের দুঃখপ্রকাশ
২৯ ফেব্রুয়ারি ২০২৪
রাত পোহালেই বিপিএল ফাইনাল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে বৃহস্পতিবার শিরোপা নিয়ে দুই দলের অধিনায়কের ফটোশ্যুট অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ঐতিহাসিক স্থান আহসান মঞ্জিলে অনুষ্ঠিত এই ফটোশ্যুটে দুই ফাইনালিস্ট দলের অধিনায়কেরা উপস্থিত ছিলেন না। ফটোশ্যুট করেছেন তাদের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে ফটোশ্যুটে না যাওয়ার কারণ জানালেন বরিশাল অধিনায়ক তামিম। সকালে ফটোশ্যুট থাকায় আর ঘুমাতে দেরি হওয়াতেই এই কাণ্ড।
তামিম লিখেছেন, “বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি, এজন্য দুঃখপ্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।”
“তবে গতকাল রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি, অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে। জায়গাটি যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনা, ট্রফি উন্মোচনের আয়োজনটি নির্দিষ্ট ওই সময়েই করার কিছু বাধ্যবাধকতাও ছিল।”
“আমি ব্যক্তিগতভাবে সবসময়ই বিপিএলকে অনেক মূল্য দিয়েছি এবং এই টুর্নামেন্টকে ওপরে তুলে ধরার চেষ্টা করেছি। কখনোই এই টুর্নামেন্টকে কোনোভাবে খাটো করতে চাইনি। বিপিএলের জন্য কোনো কিছু করার সুযোগ পেলে ভবিষ্যতেও এগিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তবে আজকের পরিস্থিতিতে আমার কোনো উপায় ছিল না এবং এজন্য আবারও দুঃখপ্রকাশ করছি।”
মন্তব্য করুন: