এখনই ধোনির সঙ্গে ধ্রুব জুরেলের তুলনা নয় : সৌরভ গাঙ্গুলী
১ মার্চ ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে রাঁচি টেস্টে দারুন পারফর্ম করে প্রশংসার জোয়ারে ভাসছেন ধ্রুব জুরেল। ভারতের এই ২৩ বছর বয়সী তরুণ উইকেটকিপার ব্যাটারকে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছিলেন কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার। তবে এখনই ধ্রুবকে নিয়ে এত বাড়াবাড়ি পছন্দ করছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
রাজকোট টেস্টে অভিষেক হয়েছিল ধ্রুবর। এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে ৪৬ রান করেন। এরপর রাঁচি টেস্টে দেখান নিজের দক্ষতা। প্রথম ইনিংসে দলের বিপদে ৯০ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। এরপর রান তাড়ায় শুভমান গিলকে সঙ্গী করে ১২০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান। ধ্রুব আর শুভমানের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। ধ্রুব অপরাজিত থাকেন ৩৯ রানে।
এই তরুণ ক্রিকেটারকে নিয়ে ‘রেভস্পোর্টজ’-এ আলাপচারিতায় সৌরভ গাঙ্গুলী বলেন, “এমএস ধোনি ভিন্ন ধাঁচের। ধ্রুব জুরেলের প্রতিভা আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এমএস ধোনির এমএস ধোনি হতে ২০ বছর লেগেছে। ওকে (জুরেল) ওর মতো খেলতে দিন। স্পিন ও পেস বোলিংয়ের বিপক্ষে ওর ব্যাটিংয়ের দক্ষতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চাপের মধ্যে পারফর্ম করাটা ভালো লেগেছে। তার সেই টেম্পারমেন্ট আছে।”
মন্তব্য করুন: