শেষ সুযোগ পাচ্ছেন রজত পাতিদার

শেষ সুযোগ পাচ্ছেন রজত পাতিদার

ভারতের তরুণ টপ অর্ডার ব্যাটার রজত পাতিদারকে নিয়ে মোহভঙ্গ হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তিনটি ম্যাচে খেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি এই তরুণ। ৬ ইনিংসে তার সংগ্রহ যথাক্রমে- ৩২, ৯, ৫, ০, ১৭ এবং ০। ধর্মশালায় সিরিজের শেষ টেস্টেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা শর্তসাপেক্ষে।

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন রজত। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিজের সম্ভাবনা জাগাতে পারেননি। তাই ইতোমধ্যেই তাকে বাদ দেওয়ার দাবি উঠেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ধর্মশালায় অনুষ্ঠিতব্য সিরিজের পঞ্চম টেস্টে উল্লেখযোগ্য কিছু করতে না পারলে আপাতত পাতিদারের সামনে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাবে।

ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “টিম ম্যানেজম্যান্ট চায় রজতকে আরেকটি সুযোগ দিতে। রোহিত এবং দ্রাবিড়ের মতে, রজত যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার। তার ব্যাটে রান আসা কেবল সময়ের অপেক্ষা। ইতোমধ্যেই আমরা সিরিজি জিতে নিয়েছি। তাই রজতকে আরও একটি সুযোগ দিতে চায় দল।”

ধর্মশালা টেস্টে রান না পেলে রজতের জন্য ভারতীয় দলে জায়গা ধরে রাখা এমনিতেই খুব কঠিন হয়ে যাবে। কারণ পরের সিরিজেই দলে ফিরবেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। তাই ভারতীয় দলে মিডল অর্ডারে আর কোনো সমস্যা থাকবে না। এখন যদি লোকেশ রাহুলকে টপকে রজত পাতিদার ভারতীয় দলে নিজের জায়গা করে নিতে চান, তাহলে তাকে কতটা কঠিন পরীক্ষা দিতে হবে- সেটা বলাই বাহুল্য। রজতকেও নাকি বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন: