অস্ট্রেলিয়ার জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত
৩ মার্চ ২০২৪
নিউ জিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়েও লাভ হলো না অস্ট্রেলিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনেই রয়ে গেল। আখেরে লাভ হলো ভারতের। নিউ জিল্যান্ডকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার দল। অন্যদিকে ভারতের মাটিতে টানা তিন টেস্ট হারা বেন স্টোকসের ইংল্যান্ড নেমে গেছে নবম স্থানে।
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হালনাগাদ পয়েন্ট টেবিলে রোহিতদের শতকরা পয়েন্ট ৬৪.৫৮। বর্তমান চক্রে তারা ৮টি টেস্ট খেলে ৫টিতে জয় পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডের শতকরা পয়েন্ট ৬০। টিম সাউদিরা পাঁচটি টেস্ট খেলে তিনটি জিতেছে এবং দুটি হেরেছে। শতকরা পয়েন্ট ৫৯.০৯ নিয়ে তালিকায় তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বর্তমান চক্রে ১১টি টেস্ট খেলে প্যাট কামিন্সদের জয় ৭টিতে। এছাড়া তিনটি পরাজয় এবং একটি টেস্ট ড্র হয়েছে।
অস্ট্রেলিয়ার পরেই শতকরা ৫০ পয়েন্ট নিয়ে আছে বাংলাদেশ। বর্তমান চক্রে দুই টেস্টে টাইগারদের জয় একটিতে্। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের শতকরা পয়েন্ট ৩৬.৬৬। বাবর আজমেরা পাঁচটি টেস্ট খেলে দুটি জিতেছে এবং তিনটি হেরেছে। এরপর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (শতকরা পয়েন্ট ৩৩.৩৩), দক্ষিণ আফ্রিকা (শতকরা পয়েন্ট ২৫), ইংল্যান্ড (শতকরা পয়েন্ট ১৯.৪৪) এবং শ্রীলঙ্কা (শতকরা পয়েন্ট ০) অবস্থান করছে।
মন্তব্য করুন: