‘লায়ন যেদিন অবসর নেবে, আমি অধিনায়কত্ব ছেড়ে দেব’

‘লায়ন যেদিন অবসর নেবে, আমি অধিনায়কত্ব ছেড়ে দেব’

ন্যাথান লায়নের ঘূর্ণিজাদুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ১৭২ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন লায়ন। বয়স ৩৬ হলেও পারফর্ম্যান্সে তার কোনো ছাপ নেই। হয়তো বেশিদিন আর টেস্ট ক্রিকেট খেলবেন না। কিন্তু সতীর্থ লায়নকে ছাড়া টেস্ট দল কল্পনাও করতে পারছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি লায়ন ক্যারিয়ারে পঞ্চমবার এক ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেয়েছেন। শুধু তাই নয়, ১৭ বছর পর নিউ জিল্যান্ডে এক ম‍্যাচে ১০ উইকেট নিলেন কোনো স্পিনার। টেস্টে এখন পর্যন্ত ৫২৭ উইকেট শিকারি লায়ন কিছুদিন আগে বলেছিলেন, ২০২৭ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে চান। প্যাট কামিন্সও ততদিন লায়নকে পেতে চাইছেন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর কামিন্স বলেছেন, আসলে একমাত্র বাধা হলো তার শরীর। সে যদি নিজের শরীরের যত্ন নেয় এবং নিশ্চিত করে বছরে ১০টি টেস্ট ম্যাচ খেলতে সে প্রস্তুত কিংবা যতগুলোই হোক, আমি অবশ্যই চাইব ২০২৭ সাল পর্যন্ত সে খেলুক। আমি তাকে এরই মধ্যে বলেছি, যেদিন সে অবসর নেবে আমি নিশ্চিতভাবেই অধিনায়কত্ব ছেড়ে দেব। কারণ এটা আমার জীবন অনেক সহজ করবে।

মন্তব্য করুন: