দুর্দান্ত জয়ের রাতে হেসে উঠল শান্তর ব্যাট

দুর্দান্ত জয়ের রাতে হেসে উঠল শান্তর ব্যাট

আগের ম্যাচে জয়ের কাছে গিয়েও পরাজয়ের ধাক্কা সামলে দ্রুতই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। আগামী শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন কামিন্দু মেন্ডিস। এছাড়া কুশল মেন্ডিস ২২ বলে ৩৬, অ্যাঞ্জোলো ম্যাথিউজ ২১ বলে ৩২*, ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আসালাঙ্কা ১৪ বলে ২৮ রান করেন। বাংলাদেশের হয়ে কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল ইসলাম। ৪ ওভারে ১ মেডেনসহ দিয়েছেন মাত্র ২০ রান। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন তাসকিন, মাহেদি, মুস্তাফিজ এবং সৌম্য।

রান তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার। দুজনের ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। সৌম্য ২২ বলে ২৬ রান করেন আর লিটন করেন ২৪ বলে ৩৬। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে বাকি কাজটা সারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে চরম ব্যর্থ হওয়া শান্ত এদিন উপহার দেন ৩৮ বলে ৪ বাউন্ডারি এবঙ ২ ছক্কায় ৫৩ রানের অপরাজিত ইনিংস। অন্যদিকে তাওহীদ হৃদয় ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

মন্তব্য করুন: