ধর্মশালাতেও ব্যাটিং ব্যর্থতা সঙ্গী ইংল্যান্ডের

ধর্মশালাতেও ব্যাটিং ব্যর্থতা সঙ্গী ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে চলমান সিরিজে কিছুতেই যেন ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা থামছে না। জনি বেয়ারস্টোর শততম টেস্টে সফরকারীরা ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছে। দারুণ শুরুর পরেও স্বাগতিকদের ঘূর্ণিতে নাকাল হয়ে কেবল ৪৩ রানেই শেষ ৭ উইকেট হারিয়েছে ইংলিশরা। আর দিনের শেষ ভাগে যশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মার আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে ভারত।

বৃহস্পতিবার ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। পুরো সিরিজে আগ্রাসী ক্রিকেট খেলা ইংলিশ ওপেনাররা এদিন শুরুটা করেন বেশ দেখেশুনেই। কিন্তু ১৮তম ওভারে বেন ডাকেটকে (২৭) ফিরিয়ে ৬৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন কুলদীপ যাদব। সিরিজের প্রথম টেস্টে ১৯৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ওলি পোপকেও (১১) ফেরান বাঁহাতি এই লেগ-স্পিনার। 

এক প্রান্ত আগলে রেখে ভারতীয় স্পিনারদের সামলে নিজের ফিফটি তুলে নেন জ্যাক ক্রলি। তবে দারুণ শুরু পেলেও এই ইনিংসেও সেঞ্চুরি বঞ্চিত হন এই ওপেনার। ব্যক্তিগত ৭৯ রানে ডানহাতি এই ব্যাটারের স্ট্যাম্প ভাঙেন যাদব।

দলের বাকি ব্যাটাররা যেখানে টেস্ট মেজাজে ব্যাটিংয়ে ব্যস্ত, সেখানে নিজের শততম টেস্টে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান বেয়ারস্টো। দলীয় ১৭৫ রানে যাদবের চতুর্থ শিকার হয়ে ডানহাতি এই ব্যাটার ১৮ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন। এরপরই তাসের ঘরের মতো ভেঙে যায় ইংলিশদের ইনিংস। পরের ওভারে জো রুটকে (২৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা। তার পরের ওভারে অধিনায়ক স্টোকসকে শূন্য রানে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট শিকার করেন যাদব।

ইংলিশদের বাকি ইনিংসের সমাপ্তি করেন নিজের শততম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিন। একে একে ৪ উইকেট তুলে নিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন ২১৮ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব শুরু করেন জয়সোয়াল ও রোহিত। পুরো সিরিজ জুড়ে রানের ফুলঝুরি ফোটাতে থাকা জয়সোয়াল নিজের নবম টেস্ট খেলতে নেমেই ১৬তম ইনিংসে স্পর্শ করেন ১ হাজার রানের মাইলফলক। ম্যাচের হিসেবে ভারতীয়দের মধ্যে দ্রুততম হলেও ইনিংসের হিসেবে তার অবস্থান দ্বিতীয়। নিজের ১৪তম ইনিংসে এই কীর্তি গড়েছিলেন বিনোদ কাম্বলি।  

দিনের শেষ দিকে শোয়েব বশিরের বলে স্ট্যাম্পিং হয়ে জয়সোয়াল ৫৭ রানে সাজঘরে ফিরলেও কোনো বিপদ ছাড়াই বাকি সময়টুকু কাটিয়ে দেন রোহিত ও শুবমান গিল। ১৩৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৫২ রানে থাকা রোহিত ও ২৬ রানে থাকা গিল।

মন্তব্য করুন: