মাকে জড়িয়ে কাঁদলেন বেয়ারস্টো, মেয়ের হাতে স্মারক নিলেন অশ্বিন
৭ মার্চ ২০২৪
ধর্মশালায় ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং জনি বেয়ারস্টো। দুই দলের দুই তারকা একসঙ্গে শততম টেস্ট খেলতে নেমেছেন। বৃহস্পতিবার ম্যাচ শুরুর প্রাক্কালে এই দুই তারকাকে ঘিরে তাই এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
দেড়শ বছরের টেস্ট ইতিহাসে ৭৭ এবং ৭৮ নম্বর ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেললেন অশ্বিন-বেয়ারস্টো। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার বেয়ারস্টো তার সতীর্থ জো রুটের কাছ থেকে শততম টেস্টের ক্যাপ নেন। এরপর তিনি তার মা জ্যানেটকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। কাঁদবেন নাই বা কেন? বাবার আত্মহত্যার পর জ্যানেটই তো অনেক সংগ্রাম করে বেয়ারস্টোকে ক্রিকেটার বানিয়েছেন। শততম টেস্ট ক্যাপ নেওয়ার সময় বোন রেবেকা, প্রেমিকা মেগান ও তাদের সন্তান এডওয়ার্ড বেয়ারস্টোর সঙ্গেই ছিলেন।
অন্যদিকে ভারতের স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে শততম টেস্টের ক্যাপ নেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। পরে সেই স্মারক টুপিটি অশ্বিনের হাতে আরও একবার তুলে দেন তার দুই মেয়ে আকহিরা ও আধিয়া। এ সময় করতালি দিয়ে অশ্বিনকে অভিনন্দন জানান তার স্ত্রী প্রীতি নারায়ণ ও সতীর্থরা। বেয়ারস্টোর মতো না কাঁদলেও বোঝা যাচ্ছিল যে, অশ্বিন আবেগ সামলাতে পারছেন না। এ সময় দ্রাবিড় বলেন, “গ্রেট শব্দটা মানুষ খুব সহজেই ব্যবহার করে। কিন্তু গ্রেট হতে গেলে দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা ধরে রাখতে হয়।”
মন্তব্য করুন: