ধর্মশালায় ফিল্ডারদের তালিকায় ইংল্যান্ডের ২ কোচ
৭ মার্চ ২০২৪
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে মাঠের পারফরম্যান্সে একদম নাজেহাল অবস্থায় আছে ইংল্যান্ড। হায়দরাবাদে প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করলেও পরের টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বেন স্টোকসের দল। তবে ধর্মশালায় শেষ টেস্টে ইংলিশরা পড়েছে অন্য এক সমস্যায়। খেলোয়াড় সংকটে ফিল্ডারদের তালিকায় নাম লেখাতে হয়েছে দলের দুই সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক ও পল কলিংউডকে।
১৬ সদস্যের দল নিয়ে গত জানুয়ারিতে ভারত সফরে আসে ইংল্যান্ড। এর মধ্যে সিরিজের প্রথম টেস্টেই চোটে পড়ায় দেশে ফিরে যান স্পিনার জ্যাক লিচ। চতুর্থ টেস্টের আগে পারিবারিক কারণে দেশে ফিরে যান আরেক স্পিনার রেহান আহমেদও। ফলে, সিরিজের পঞ্চম টেস্টে জন্য ইংলিশ শিবিরে ১৪ জনের বেশি কেউ ছিল না।
অন্যদিকে, অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার ধর্মশালায় ম্যাচের প্রথম দিন মাঠে আসেননি পেসার ওলি রবিনসনও। আর এতেই ইংল্যান্ডের ফিল্ডারদের তালিকায় ঢুকে গেছেন ৪৫ বছর বয়স পেরিয়ে যাওয়া কলিংউড ও ট্রেসকোথিক।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, নিয়মানুযায়ী টসের আগে আইসিসির কাছে যে খেলোয়াড় তালিকা দিতে হয়, সেখানে দলে পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় ৪৮ বছর বয়সী ট্রেসকোথিক এবং ৪৭ বছর বয়সী কলিংউডকে বদলি ফিল্ডারের তালিকায় রেখেছে ইংল্যান্ড। এমনকি ম্যাচের আগের দিন স্লিপে ক্যাচিং অনুশীলন করতে দেখা যায় ট্রেসকোথিক ও কলিংউডকে।
ইংল্যান্ডের হয়ে খেলোয়াড়ি জীবনে ভালো ফিল্ডার হিসেবে বেশ নামডাক ছিল ট্রেসকোথিক ও কলিংউডের। ট্রেসকোথিক ৭৬ টেস্টে এবং কলিংউড ৬৮ টেস্টে ক্যাচ নেন সমান ৯৫টি করে। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে উইকেটরক্ষকের বাইরের ক্যাচ নেওয়ার তালিকায় এই দুজনের অবস্থান যৌথভাবে ১২তম।
মন্তব্য করুন: