‘জ্ঞান ফিরতেই মা বললেন, তুমি কেন এসেছ? টেস্ট ম্যাচ চলছে’

‘জ্ঞান ফিরতেই মা বললেন, তুমি কেন এসেছ? টেস্ট ম্যাচ চলছে’

মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ছেলে দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলছেন। খবর পেতেই ম্যাচ ফেলে ছেলে চললেন মা কে দেখতে। মা তখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছেন। জ্ঞান ফিরতেই ছেলেকে বললেন, তুমি টেস্ট ম্যাচ ফেলে কেন এসেছ? এখনই ফিরে যাও! সেই মা হলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মা চিত্রা। সম্প্রতি এই গল্পই শুনিয়েছেন অশ্বিন।

ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ৫০০তম উইকেট শিকার করেছিলেন অশ্বিন। সেই রাতেই খবর আসে, তার মা গুরুতর অসুস্থ। সাথে সাথেই মাকে দেখতে টিম হোটেল ছেড়ে যান অশ্বিন। পরের ঘটনা শোনা যাক অশ্বিনের মুখেই, “আমি চেন্নাই গিয়ে হাসপাতালে যাই। মায়ের জ্ঞান ছিল না। জ্ঞান ফিরতেই আমাকে বলল, ‘তুমি কেন এসেছ?’ কিছুক্ষণের মধ্যে আবার জ্ঞান হারায় মা। পরের জ্ঞান ফিরতে আমাকে বলে, ‘তুমি ফিরে যাও। টেস্ট ম্যাচ চলছে’।”

বৃহস্পতিবার থেকে ধর্মশালায় শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচটি হলো অশ্বিনের ক্যারিয়ারের শততম টেস্ট। এদিন মাঠে নামার আগে পরিবারের সমর্থনের কথা জানান, “আমার পুরো পরিবার ক্রিকেটের ভক্ত। তারাও আমার মতো আবেগে ভাসে। আমার বয়স এখন ৩৭ বছর। এখনও আমার বাবা এমনভাবে খেলা দেখে যেন, এটাই আমার প্রথম ম্যাচ। আমার কাছে এটা বিরাট ব্যাপার। আমার থেকেও তারা যেন ক্রিকেটকে বেশি ভালবাসে। আমার এবং ক্রিকেটের মাঝে কোনো বাধা এলে তারাই সেটাকে মোকাবেলা করে, একদম আমার ছোটকাল থেকেই।”

মন্তব্য করুন: