১৮২ দিন পর বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট

১৮২ দিন পর বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট

দীর্ঘদিন পর বল হাতে দেখা গেল ইংল্যান্ডে টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। দিনের হিসেবে ১৮২ দিন পর। সর্বশেষ গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে বোলিং করতে দেখা গিয়েছিল। অবসর ভেঙে ওয়ানডে বিশ্বকাপে খেললেও বোলিং করেননি। ইনজুরির কারণে তিনি শুধু ব্যাটার হিসেবেই খেলে আসছিলেন। অবশেষে ভারতের বিপক্ষে চলতি ধর্মশালা টেস্টে স্টোকসকে বোলিং করতে দেখা গেল।

ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার ইংল্যান্ডের চার বোলার ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়েই বল হাতে তুলে নেন অধিনায়ক স্টোকস। প্রথম বলেই বোল্ড করে দেন ১৬২ বলে ১০৩ রান করা ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। এর আগে রাঁচি টেস্টের আগে বোলিং অনুশীলন করলেও ম্যাচে তাকে বল করতে দেখা যায়নি। শুক্রবার লাল বলটি হাতে নিতেই বুঝিয়ে দিলেন কেন তাকে বিশ্বের সেরা অল-রাউন্ডারদের তালিকায় রাখা হয়।

ইংল্যান্ডের প্রথম ইনিংস ২১৮ রানে গুটিয়ে দেওয়ার পর বড় লিডের পথে আছে ভারত। রোহিত শর্মার পাশাপাশি শুভমান গিলও সেঞ্চুরি তুলে নিয়েছেন। জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হওয়ার আগে শুভমান করেন ১৫০ বলে ১২ চার ৫ ছক্কায় ১১০ রানের ইনিংস। এরপর জুটি বাঁধেন দেবদূত পাড্ডিকাল এবং সরফরাজ খান। ৮৩ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৭৩ রান। তাদের লিড হয়েছে ১৫৫ রানের। 

মন্তব্য করুন: