সাউদি-উইলিয়ামসনের শততম টেস্টের সব আলো হ্যাজেলউড-স্টার্কের
৮ মার্চ ২০২৪
নিউ জিল্যান্ডের পঞ্চম ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছিলেন টিম সাউদি ও কেইন উইলিয়ামসন। তবে এই দুই তারকার মাইলফলক স্পর্শ করার ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। এই দুই পেসারের তোপের মুখে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের চা বিরতির আগেই গুটিয়ে গেছে কিউইরা।
শুক্রবার ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে অধিনায়কের এই সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করতে বেশ সময় নেন স্টার্ক ও হ্যাজেলউড। প্রথম উইকেটের জন্য সফরকারীদের অপেক্ষা করতে হয় ১৯তম ওভার পর্যন্ত। দলীয় ৪৭ রানে উইল ইয়ংকে (১৪) ফিরিয়ে প্রথম আঘাত হানেন স্টার্ক।
এরপর যেন হ্যাজেলউডের সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেন কিউই ব্যাটাররা। একে একে তুলে নেন টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও উইলিয়ামসনের উইকেট। নিজের শততম টেস্ট খেলতে নামা উইলিয়ামসন এদিনও খুব একটা সুবিধা করতে পারেননি। ফেরেন ১৭ রান করে।
গ্লেন ফিলিপসকে ফিরিয়ে ডেনিস লিলির ৩৫৫ উইকেটকে পেছনে ফেলে সাদা পোশাকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি পেসার হয়ে যান স্টার্ক। ৫৬৩ উইকেট নিয়ে পেসারদের তালিকায় তার সামনে আছেন কিংবদন্তি গ্লেন ম্যাগ্রা।
শেষ দিকে ম্যাট হেনরি (২৯) এবং শততম টেস্ট খেলতে নামা সাউদির (২৬) ঝড়ো দুই ইনিংসে দেড়শ রানের কোটা পার করে নিউ জিল্যান্ড। নিজের পঞ্চম শিকার হিসেবে হেনরিকে তুলে নিয়ে ১৬২ রানে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন হ্যাজেলউড। স্টার্কের শিকার ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার হিসেবে এদিনও ব্যর্থ হন স্টিভ স্মিথ। অভিষিক্ত বেন সিয়ার্সের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে অভিজ্ঞ এই ব্যাটার সাজঘরে ফেরেন কেবল ১১ রানে। দারুণ ছন্দে থাকা উসমান খাজাও (১৬) ফেরেন দ্রুত। তবে তৃতীয় উইকেটে জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন ৫০তম টেস্ট খেলতে নামা মারনাস লাবুশেন ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিন। কিন্তু গ্রিনকে (২৫) ফিরিয়ে ৪৯ রানের এই জুটি ভাঙেন হেনরি। দ্রুত রান তুলতে গিয়ে ১৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন ট্র্যাভিস হেড।
১০৭ রানে ৪ উইকেট হারালেও কোনো বিপদ ছাড়াই ন্যাথান লায়নকে নিয়ে দিনের খেলা শেষ করেন ৪৫ রানে অপরাজিত থাকা লাবুশেন। ৩৮ রানে পিছিয়ে ৪ উইকেটে ১২৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন: