বাজবলের আড়ালে লুকিয়ে লাভ নেই, খেলার উন্নতি করতে হবে: নাসের হুসেইন
৮ মার্চ ২০২৪
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে একেবারে মুখ থুবড়ে পড়েছে সাদা পোশাকে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট খেলার ‘বাজবল’ কৌশল। সিরিজে টানা ব্যর্থতায় দলটির সাবেক ক্রিকেটারদের বেশ সমালোচনাতেও পড়তে হয়েছে ইংলিশদের। ধর্মশালা টেস্টের প্রথম ইনিংসে সফরকারীদের ব্যাটিং ধসের পর ইংলিশদের বাজবলের আড়ালে না লুকিয়ে নিজেদের খেলায় উন্নতি আনার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইন।
বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। কিন্তু কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে শেষ পর্যন্ত সফরকারীরা গুটিয়ে যায় ২১৮ রানে। বেন স্টোকসের দল তাদের শেষ ৭ উইকেট হারায় মাত্র ৪৩ রানে।
চলমান সিরিজে ইংলিশদের এরকম ব্যাটিং ধস এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক ইনিংসে ভালো অবস্থানে থাকার পরেও তারা দ্রুতই অল-আউট হয়। দিনের খেলা শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের এমন ব্যাটিং পারফরম্যান্স নিয়ে নিজের হতাশার কথা জানিয়ে নাসের বলেন, “দ্বিতীয় সেশনটি ইংল্যান্ডের এ সফরের সবচেয়ে হতাশাজনক ছিল। একই জিনিস ঘুরেফিরে হচ্ছে, যেটা দুশ্চিন্তার।”
ইংল্যান্ডকে ৪৫ টেস্টে নেতৃত্ব দেওয়া সাবেক এই অধিনায়কের মতে, খেলার উন্নতি করার জন্য দিন শেষে ব্যাটারদের নিজেদেরই কাজ করতে হবে, “ব্যাটিং হচ্ছে নিজের খেলার উন্নতি করা। আপনি যে কোচ বা অধিনায়কের অধীনে খেলুন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি কিন্তু তারা বলবে না। এটি বলবে আপনার নিজের মস্তিষ্কের ভেতরের আওয়াজটা। নিজের চিন্তাভাবনার প্রক্রিয়া। আশা করা যায়, এ সফরের শেষে সবাই বুঝবে বাজবলের আড়ালে লুকিয়ে লাভ নেই। নিজেদের খেলার উন্নতি করতে হবে।”
পুরো সিরিজেই ওপেনাররা ভালো শুরু এনে দিলেও মিডল-অর্ডারদের ব্যর্থতায় তা আর ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ওলি পোপ ও জো রুট একটি করে সেঞ্চুরি পেলেও বাকিদের ব্যাটে খুব একটা রানের দেখা মেলেনি। ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতা না থাকায় কেউ তেমন দলের কাজে আসছে না বলে মনে করেন নাসের।
“ইংল্যান্ডের প্রত্যেক ব্যাটারকে নিজের কাছে প্রশ্ন রাখতে হবে, ‘কীভাবে উন্নতি করব?’ জ্যাক ক্রলি উন্নতি করেছে, সে ধারাবাহিক হয়েছে। তবে সে এখন ৫০-৭০ – এর মধ্যে আউট হয়ে যাচ্ছে। মিডল-অর্ডারে জনি বেয়ারস্টো পাল্টা আক্রমণ করছে, কিন্তু ২০-৩০ – এর মধ্যে আউট হয়ে যাচ্ছে। বেন স্টোকসের কিন্তু কঠিন এক সফর গেল। কুলদীপ যাদবকে বুঝতে পারছে না। এরপর বেন ফোকস টেল-এন্ডারদের নিয়ে আটকে যাচ্ছে।”
হায়দরাবাদে প্রথম টেস্ট জিতলেও পরের তিনটিতে হেরে আগেই সিরিজ আগেই হাতছাড়া করেছে ইংল্যান্ড। রাঁচিতে চতুর্থ টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত সেটিতেও পরাজয় মেনে নিতে হয়। নাসেরও মনে করেন ইংলিশরা সিরিজের ফেরার বেশ কিছু সুযোগ হারিয়েছে, “শেষ দুই ম্যাচে অবশ্যই সুযোগ হারিয়েছে। তাদের জেতার সুযোগ ছিল। তারা যদি নিজেদের খেলায় একটু বুদ্ধিমান হতো, একটু পরিকল্পনা মাফিক খেলত তাহলে তারা ধর্মশালায় ২-২ সমতায় যেতে পারত।”
মন্তব্য করুন: