রোহিত-শুভমানের সেঞ্চুরিতে ভারতের বিশাল লিড

রোহিত-শুভমানের সেঞ্চুরিতে ভারতের বিশাল লিড

ধর্মশালাতেও পাত্তা পাচ্ছে না ইংলিশ বাজবল। প্রথম দিনেই ইংলিশদের গুটিয়ে দিয়ে শনিবার দ্বিতীয় দিন শেষে ভারতের লিড হয়েছে ২৫৫ রানের। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা। দিনের প্রথমভাগে ইংল্যান্ডের নিয়মিত বোলাররা পাত্তা না পাওয়ায় অধিনায়ক বেন স্টোকসকে পর্যন্ত বিরতি ভেঙে বোলিং করতে হয়েছে। এতেও থামানো যায়নি ভারতের রান উৎসব।

১ উইকেটে ১৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। রোহিত আর শুভমানকে কোনোমতেই থামানো যাচ্ছিল না। ১৫৪ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক রোহিত। এর পরপরই ১৩৭ বলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন শুভমান। মধ্যাহ্ন বিরতির আগে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২০২ রান। 

২৪৪ বলে ১৭১ রানের এই জুটি ভাঙে বেন স্টোকসের প্রথম বলেই রোহিত বোল্ড হলে। আউট হওয়ার আগে তিনি খেলেন ১৬২ বলে ১৩ চার ৩ ছক্কায় ১০৩ রানের ইনিংস। এরপর ১৫০ বলে ১২ চার ৫ ছক্কায় ১১০ রান করা শুভমানকেও বোল্ড করে দেন জেমস অ্যান্ডারসন। এরপর দেবদূত পাড্ডিকাল (৬৫) আর সরফরাজ খান (৫৬) মিলে ৯৭ রানের আরও একটি জুটি উপহার দেন। ভারতের ৮ উইকেট পড়ে যাওয়ার পর প্রতিরোধ গড়েন দুই বোলার কুলদীপ যাদব (২৭*) আর জসপ্রিত বুমরাহ (১৯*)। তাদের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে এসেছে ৪৫ রান। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৭৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে।

মন্তব্য করুন: