‘নাটক না করে ক্রিকেটে মনোযোগ দাও’ – শফিককে ওয়াসিম আকরাম
৮ মার্চ ২০২৪
‘বাজে ফিল্ডার’ হিসেবে আব্দুল্লাহ শফিকের বেশ দুর্নাম হয়ে গেছে। জাতীয় দল তো বটেই, চলতি পিএসএলে বাজে ব্যাটিং আর ফিল্ডিংয়ের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন। দল থেকে বাদও পড়েছিলেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে নেমে একটি ক্যাচ নেওয়ার পর আব্দুল্লাহ শফিকের উদযাপন পছন্দ হয়নি ওয়াসিম আকরামের। তিনি এর কঠোর সমালোচনা করেছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে স্লিপ কর্ডনে বেশ কিছু ক্যাচ ফেলে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন শফিক। এরপর পিএসএলে বাজে পারফর্ম করে লাহোর কালান্দার্সের একাদশ থেকে বাদ পড়েন। গত বুধবার বদলি ফিল্ডার হিসেবে নেমে ইমাদ ওয়াসিমের ব্যাটের কানা ছুঁয়ে আসা বল প্রথম স্লিপে ডান দিকে ঝাঁপিয়ে দারুণভাবে তালুবন্দি করেন। এরপরই ঠোঁটে আঙুল দিয়ে তিনি সমালোচকদের জবাব দেন।
আব্দুল্লাহ শফিকের এই উদযাপন পছন্দ হয়নি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। জনপ্রিয় টিভি শো ‘দ্য প্যাভিলিয়ন’ -এ ওয়াসিম বিরক্তি প্রকাশ করে বলেন, “দারুণ ক্যাচ, সন্দেহ নেই, কিন্তু এসব নাটকের চেয়ে তোমার ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়া উচিত। অস্ট্রেলিয়ায় যে ৩৬টি ক্যাচ ফেলেছ তার কী হবে? সেটা নিয়েও সবাইকে কেন বল না?”
ওই টিভি শোতে পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ রসিকতা করে বলেন, “অবশেষে স্লিপে শফিকের ক্যাচ নেওয়ায় সবার খুশি হওয়া উচিত।” পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক আজহার আলি বলেন, “শফিকের অঙ্গভঙ্গি হয়তো ড্রেসিংরুমের অভ্যন্তরে কোনো ঘটনার জন্য তার রাগের বহিঃপ্রকাশ হতে পারে।”
মন্তব্য করুন: