ইনিংস হারের লজ্জায় ভারত সফর শেষ করল ইংল্যান্ড

ইনিংস হারের লজ্জায় ভারত সফর শেষ করল ইংল্যান্ড

সিরিজ শুরুর আগে থেকেই ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের কৌশলবাজবল ভারতে টিকবে কি না সে বিষয়ে আলোচনা হয়েছিল বেশ। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট জিতে বেন স্টোকসের দল জানান দিয়েছিল ভারতেও চলবে তাদের আক্রমণাত্মক ক্রিকেট। কিন্তু পরের ম্যাচগুলোয় স্বাগতিক বোলারদের সামনে টিকতেই পারেনি তারা। টানা তিন ম্যাচে শোচনীয় হারে সিরিজ হাতছাড়া করার পর ধর্মশালায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় থাকলেও ইনিংস হারের লজ্জা নিয়ে সফর শেষ করেছে ইংল্যান্ড।

শনিবার ধর্মশালায় সিরিজের পঞ্চম শেষ টেস্টের তৃতীয় দিনেই রবিচন্দ্রন অশ্বিন কুলদীপ যাদবের ঘূর্ণিতে কাবু হয়ে ইংল্যান্ড হেরেছে ইনিংস ৬৪ রানের ব্যবধানে।

দিনের শুরুতেই কুলদীপকে (৩০) ফিরিয়ে ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় দিন রোহিত শর্মা শুবমান গিলের জোড়া শতকে উইকেটে ৪৭৩ রানে দিনের খেলা শেষ করা স্বাগতিকরা এদিন রান যোগ করতেই গুটিয়ে যায়। ১৭৫ রানে উইকেট নেন শোয়েব বশির। অ্যান্ডারসনের শিকার ২টি উইকেট।

২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামা অশ্বিনের ঘূর্ণিতে নাকাল হয়ে প্রথম ১০ ওভারের মধ্যেই ধসে পড়ে তাদের টপ-অর্ডার। ৩৬ রানে উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা দলকে পাল্টা আক্রমণে দলকে টেনে তোলার চেষ্টা করেন জো রুট জনি বেয়ারস্টো।

তবে সেই প্রতিরোধকে বেশি লম্বা হতে দেননি কুলদীপ। আগ্রাসী মেজাজে খেলতে থাকা বেয়ারস্টোকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি ভাঙেন এই স্পিনার। ৩১ বলে ৩টি করে চার ছক্কায় ৩৯ রান করেন শততম টেস্ট খেলতে নামা বেয়ারস্টো। ডানহাতি এই ব্যাটার ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। রান করে অশ্বিনের শিকার হয়ে সাজঘরে ফিরলে অধিনায়ক বেন স্টোকসের হতাশার সফর শেষ হয়।   

অপর প্রান্তে দাঁড়িয়ে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল দেখতে থাকা রুট তুলে নেন সফরে নিজের দ্বিতীয় ফিফটি। কিন্তু যোগ্য সঙ্গীর দলকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচাতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে আউট হন ৮৪ রানে। আর সফরকারীদের ইনিংস শেষ হয় ১৯৫ রানে। শততম টেস্টে অশ্বিনের শিকার উইকেট। তবে ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দেওয়া কুলদীপ।

এর আগে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে জ্যাক ক্রলির ৭৯ রানের সুবাদে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু অশ্বিন কুলদীপের ঘূর্ণিতে কাবু হয়ে ৪৩ রানেই শেষ উইকেট হারিয়ে সফরকারীরা অল-আউট হয় ২১৮ রানে।

মন্তব্য করুন: