বশিরকে সরফরাজের স্লেজিং ‘তাড়াতাড়ি খেলা শেষ কর, বরফ দেখতে যাব’
১০ মার্চ ২০২৪
ভারতের কাছে ধর্মশালা টেস্টে ইনিংস ব্যবধানে হেরে সফর শেষ করেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ তারা হেরেছে ৪-১ ব্যবধানে। শেষ টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে নেমেছিলেন শোয়েব বশির। সে সময় শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সরফরাজ খান। এসময় বশিরকে স্লেজিং করছিলেন ভারতের তরুণ ব্যাটার। তাড়াতাড়ি খেলা শেষ করলে ঘুরতে যাওয়ার কথাও বলেছেন তিনি। যা ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে।
পাহাড়ের কোলে অনিন্দ্যসুন্দর ধর্মশালা স্টেডিয়ামে ভারতের জয় তখন সময়ের অপেক্ষা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে গেছে। তবু ব্যাট হাতে সাধ্যমতো লড়াই চালাচ্ছিলেন বশির। সে সময় বশিরের উদ্দেশে সরফরাজকে বলতে শোনা যায়, “একটু মেরে খেলে তাড়াতাড়ি খেলা শেষ কর। তাহলে আমরা পাহাড়ের বরফ দেখতে যেতে পারব।” সরফরাজের কথার কোনো জবাব দেননি বশির, বা তার কথা ধরা পড়েনি মাইক্রোফোনে।
বশির এবং সরফরাজ দুজনেরই অভিষেক হয়েছে ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজে। দুই তরুণ ক্রিকেটারই সাধ্যমত পারফর্ম করার চেষ্টা করেছেন। বশিরকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব বন্ধুত্বপূর্ণ শোনালেও, সে সময় আসলে জয়ের জন্য অপেক্ষা করতে পারছিলেন না সরফরাজ। বশিরের রক্ষণাত্মক ব্যাটিংয়ে বিরক্ত হচ্ছিলেন। তাই তাকে মেরে খেলার পরামর্শ দেন। সরফরাজ জানতেন, বশির মারার চেষ্টা করলেই আউট হবেন। শেষ উইকেট পড়ে যাবে ইংল্যান্ডের। খেলা শেষ হয়ে যাবে। তাই এ ভাবে বশিরকে স্লেজিং করার চেষ্টা করেন সরফরাজ।
মন্তব্য করুন: