ইংল্যান্ড দল চিয়ারলিডারে ভর্তি : মাইকেল ভন
১০ মার্চ ২০২৪
ভারতের কাছে লজ্জাজনকভাবে সিরিজ হারের পর বেন স্টোকসদের সমালোচনায় মুখর হয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। বেশিরভাগই দায় দিচ্ছেন ব্রেন্ডন ম্যাককালামের আলোচিত ‘বাজবল’ কৌশলকে। এদিকে সাবেক অধিনায়ক মাইকেল ভন তো ইংল্যান্ড দলকে একেবারে ধুয়ে দিয়েছেন। তার মতে, এটা চিয়ারলিডারদের নিয়ে গঠিত পেছনের সারির দল!
ধর্মশালায় মাত্র তিন দিনে ইনিংস ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে ইংল্যান্ড। ভনের মতে, এই হারের পর ইংল্যান্ডের উচিত নিজেদের ভালোভাবে পর্যালোচনা করা। ডেইলি টেলিগ্রাফে তিনি লিখেছেন, “ভারতের কাছে এই ভয়ানক পরাজয়ের পর আমার মনে হয়, স্টোকসদের উচিত নিজেদের পারফরম্যান্সের পর্যালোচনা করা। ওরা চেষ্টা করেছে, তাই খেলা দেখার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেছি। প্রতিদিন ভেবেছি- আজ কিছু একটা হতে পারে। আমার হতাশ লাগছে এটা ভেবে যে, বিশ্বের যে কোনো জায়গায় দাপট দেখানোর ক্ষমতা থাকলেও তারা দুটি বড় সিরিজ হেরে গেল! ব্যাটিংটা হয়েছে যাচ্ছেতাই।”
এরপর ভন লিখেছেন, “আমি চিন্তিত এটা ভেবে যে, ইংল্যান্ড দলটি চিয়ারলিডারে ভর্তি! লোকের মুখে যা শুনেছি তার ভিত্তিতেই বলছি, হয়তো ড্রেসিংরুমটা আলাদা। আমার মনে হয়, ড্রেসিংরুমের পরিবেশ আরও কঠোর হওয়া উচিত। ইংল্যান্ড ক্রিকেটারদের মুখে প্রায়ই শুনি, তারা নাকি অনেক মজা করছে। জীবনের সেরা সময় কাটাচ্ছে। আমার মতে, জিতলে তবেই মজা করা যেতে পারে। কিন্তু সবসময় মজা করা যায় না। ইতিবাচক মানসিকতা থাকা ভালো। কিন্তু দলের মধ্যে সততার প্রয়োজন আছে। ক্রিকেট বোর্ড থেকে অনেক সুবিধা পেলেও তারা সেটার মান রাখতে পারেনি।”
মন্তব্য করুন: