হৃদয়কে আইসিসির শাস্তি
১০ মার্চ ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের এই তরুণ ব্যাটসম্যানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
গত শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে নুয়ান তুশারা হ্যাটট্রিক করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোল্ড হওয়ার পর ক্রিজে আসেন হৃদয়। মুখোমুখি হওয়া প্রথম বলেই তার স্টাম্প উড়ে যায়। আউট হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন হৃদয়।
উদযাপনে ব্যস্ত লঙ্কান ক্রিকেটারদের দিকে তেড়ে যাচ্ছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। এ সময় আম্পায়ার তানভীর আহমেদ আর সৌম্য সরকার আর ড্রিংকস নিয়ে মাঠে ঢোকা তাইজুল ইসলাম এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। হৃদয়কে প্রায় জোর করে সরিয়ে দেওয়া হয় জটলা থেকে। এরপর শ্রীলঙ্কার ক্রিকেটাররা সেই টাইমড আউটের স্মৃতি ফিরিয়ে এনে উদযাপন শুরু করে।
ঠিক কী কারণে হৃদয় এতটা রেগে গেলেন তা এখনও জানা যায়নি। তবে ওই ঘটনায় নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন হৃদয়। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ক্যারিয়ারে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন হৃদয়। ২৪ মাস সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
মন্তব্য করুন: