রিশাভ পান্তকে `ফিট` ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড
১২ মার্চ ২০২৪
ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত রিশাভ পান্ত। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই এই ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসন্ন আইপিএল দিয়েই তিনি মাঠে ফিরতে যাচ্ছেন। কিপিং করতে চাইলেও সমস্যা নেই।
জয় শাহর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্তের ফিটনেসের বিষয়ে লেখা হয়েছে, “২০২২ সালের ৩০ ডিসেম্বর উত্তরাখন্ডের রুর্কিতে জীবন-সংশয়ী সড়ক দুর্ঘটনার পর ১৪ মাসের পুনর্বাসন শেষে ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্তকে ২০২৪ সালের টাটা আইপিএলে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।”
২০২২ সালের ৩০ ডিসেম্বর নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন রিশাভ। তার মাথা, পিঠ এবং হাঁটুতে মারাত্মক চোট লেগেছিল, যে কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে। তার সুস্থ হতে লাগল এক বছর তিন মাস। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পান্তর সুস্থ হয়ে ওঠা ভারতের জন্য বড় প্রাপ্তি। আইপিএলে ভাল খেললে বিশ্বকাপের দলেও জায়গা করে নিতে পারেন পান্ত।
এর আগে গত সোমবার সংবাদমাধ্যমকে জয় শাহ বলেছিলেন, “পান্ত ভালোভাবেই ব্যাটিং এবং কিপিং করছে। খুব তাড়াতাড়ি ওকে ফিট ঘোষণা করা হবে। যদি পান্ত টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে, তাহলে আমাদের জন্য সেটা খুব বড় ব্যাপার হবে। কারণ পান্ত আমাদের দলের সম্পদ। সে কিপিং করতে পারলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেশি। দেখা যাক আইপিএলে সে কেমন পারফর্ম করে।”
মন্তব্য করুন: