সৌম্যর ওপর আস্থা রাখছেন অধিনায়ক শান্ত

১২ মার্চ ২০২৪

সৌম্যর ওপর আস্থা রাখছেন অধিনায়ক শান্ত

গত বছর ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফর দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে ফিরে পেয়েছেন হারানো আত্মবিশ্বাসও। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাঁহাতি এই ব্যাটার নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও তার ওপর এখনই আস্থা হারাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত। আসন্ন ওয়ানডে সিরিজে সৌম্যর কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

লঙ্কানদের বিপক্ষে এবারের সিরিজে দলে আছেন চার ওপেনারলিটন দাস, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম সৌম্য। তবে গত নিউ জিল্যান্ড সিরিজের তিন ম্যাচেই ওপেনিং করেন বিজয় সৌম্য। আর লিটন খেলেন চার নম্বরে। ফলে, বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে কোন দুজন ওপেনিংয়ে নামবেন এবং বাকি দলে দুজনের ভুমিকাই বা কি হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এই বিষয়ে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, “এখন এটা বলতে চাইছি না। দলের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে।

কিউইদের বিপক্ষে নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সৌম্য। তবে লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তিন ম্যাচে তার ব্যাট থেকে রান এসেছে মোটে ৪৯। ব্যাট হাতে খুব একটা স্বাচ্ছন্দেও দেখা যায়নি তাকে। ওয়ানডে সিরিজ শুরুর আগে সৌম্য ধারাবাহিকতা ফিরে পেতে কাজ করছেও বলে জানান শান্ত। 

লাস্ট সিরিজ তো (ওয়ানডে) অনেকদিন পর কামব্যাক করল। তিনটা ম্যাচই তো খেলছে, একটা বড় ইনিংস খেলল মাশাআল্লাহ। সৌম্যর একার বলব না, প্রত্যেকটা ব্যাটারেরই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন আছে। সৌম্য প্রত্যেকটা ব্যাটার এটা নিয়ে কাজ করছে। লাস্ট সিরিজ যদি চিন্তা করা যায়, ওরকম কন্ডিশনে বড় ইনিংস খেলা আমাদের টিমের জন্য বড় একটা ব্যাপার। যদি ওর জায়গায় ব্যাটিং করার সুযোগ পায় তাহলে ভাল করবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন: