আইসিসি ফেব্রুয়ারি মাসের সেরা জয়সোয়াল- অ্যানাবেল

১২ মার্চ ২০২৪

আইসিসি ফেব্রুয়ারি মাসের সেরা জয়সোয়াল- অ্যানাবেল

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। গড়েছেন বেশ কিছু রেকর্ড। তাই আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের মুকুট উঠল তার মাথায়। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে মাসের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা।

মাসের সেরার লড়াইয়ে জয়সোয়ালের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে জয়সোয়ালই এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ম্যাচে ৬৮.৫৩ গড়ে তিনি করেছেন ১০২৮ রান। এর মধ্যে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টেস্টে ডাবল সেঞ্চুরিও করেছেন। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে ৩ টেস্টে ১১২ গড়ে তিনি করেন ৫৬০ রান, মারেন ২০টি ছক্কা।

আইসিসির বিবৃতিতে জয়সোয়ালকে নিয়ে বলা হয়েছে, “তিনি বিশ্বের অন্যতম সেরা একজন টেস্ট ওপেনার হয়ে উঠতে পারেন, সংখ্যাই সেটি প্রমাণ করে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জয়সোয়াল বলেন, আইসিসির পুরস্কার পেয়ে আমি সত্যিই অনেক খুশি। আশা করি ভবিষ্যতে আরও পাব। এটা আমার অন্যতম সেরা (সিরিজ) এবং আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজও। রাজকোটে ডাবল সেঞ্চুরি উদ্‌যাপনের সময় আমার মনে হয় অনেক উপভোগ করেছি।

অন্যদিকে ফেব্রুয়ারিতে ৪ ম্যাচে ২২৯ রান করার পাশাপাশি ৭টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার সাদারল্যান্ড।

মন্তব্য করুন: