মার্শের নেতৃত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া

১২ মার্চ ২০২৪

মার্শের নেতৃত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া

গত বছরের ফেব্রুয়ারিতে অ্যারন ফিঞ্চ টি-টুয়েন্টি থেকে অবসর নেওয়ার পর থেকেই স্থায়ী কোনো অধিনায়ক ছাড়াই এই ফরম্যাটে খেলছে অস্ট্রেলিয়া। এসময় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে কখনও নেতৃত্ব দিয়েছিলেন মিচেল মার্শ, আবার কখনও ম্যাথিউ ওয়েড। তবে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে মার্শের অধীনেই অজিরা মাঠে নামবে বলে জানিয়েছেন দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

একটা সময় ভাবা হচ্ছিল দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে আগামী জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপও খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে কামিন্স দলে ফিরলেও টি-টুয়েন্টি দলের অধিনায়ক করা হয় মার্শকে। তখনই সবাই ধরে নেন এই অল-রাউন্ডারের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের আসরে মাঠে নামবে অজিরা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আসন্ন বিশ্বকাপে মার্শের নেতৃত্বে খেলার বিষয়টি জানিয়ে কোচ ম্যাকডোনাল্ড বলেন, “আমার মনে হয় মিচের (মার্শ) কাছেই যাচ্ছে নেতৃত্বটা। যেভাবে দল চালাচ্ছে, তাতে আমরা খুশি এবং সন্তুষ্ট। আমরা মনে করছি, বিশ্বকাপের জন্য মার্শই নেতা, আমার মনে হয় এটা সময় হলে জানা যাবে।

নিউ জিল্যান্ড সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেন মার্শ। তার অধীনে খেলা ম্যাচের ৭টিতেই জয় পায় ২০২১ সালের বিশ্বকাপজয়ীরা। এই ম্যাচগুলোতে মার্শের রেকর্ডও বেশ দুর্দান্ত। ৬৯ দশমিক ২০ গড় এবং ১৭০ দশমিক ৪৪ স্ট্রাইক-রেটে ডানহাতি এই ব্যাটারের রান ৩৪৬।

মন্তব্য করুন: