বুমরাহকে হঠিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে অশ্বিন
১৩ মার্চ ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করার পুরস্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে তিনি টেস্ট বোলারদের মাঝে শীর্ষে উঠে এসেছেন। পেছনে পড়ে গেছেন তার স্বদেশি পেস তারকা যশপ্রীত বুমরাহ, যিনি গত জানুয়ারি থেকেই র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন।
২০১৫ সালে প্রথমবার টেস্টে আইসিসির র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন অশ্বিন। কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ১০ ইনিংস বোলিং করে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করেন। পাঁচ উইকেট নিয়েছিলেন দুই ইনিংসে। এছাড়া রাজকোট টেস্টে ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারের পাঁচশতম উইকেটের মাইলফলক। এই সিরিজেই তিনি শততম টেস্টও খেলেছেন। অশ্বিনের স্মরণীয় সিরিজটি ভারত জিতে নেয় ৪-১ ব্যবধানে।
আইসিসির র্যাংকিংয়ে অশ্বিনের পয়েন্ট এখন ৮৭০। ইংল্যান্ড সিরিজে পেস তারকা বুমরাহও কম যাননি। চার ম্যাচে তার শিকার ১৯ উইকেট। তবু ৮৪৭ পয়েন্ট নিয়ে তিনি নেমে গেছেন তিন নম্বরে। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার পেস তারকা জস হ্যাজেলউড। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৩৪) এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (৮২০)।
মন্তব্য করুন: