শান্তর সেরাটা দেখানো এখনও বাকি: মুশফিক
১৪ মার্চ ২০২৪
শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না নাজমুল হোসেন শান্তর। সদ্য শেষ হওয়া বিপিএলে ছিলেন একদমই নিষ্প্রভ। তবে লঙ্কানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে আবারও রানে ফেরার আভাস দিচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক, যা পূর্ণতা পেয়েছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। কিন্তু মুশফিকুর রহিম মনে করছেন, এর চেয়েও ভালো খেলতে পারেন শান্ত। তার সেরাটা এখনও বাকি আছে।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শান্তর ১২৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ১২২ রানের দুর্দান্ত এক ইনিংসে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। সফরকারীদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ধাক্কা সামলে ক্যারিয়ার সেরা ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশের দারুণ এই জয়ে শান্ত ছাড়াও বড় ভূমিকা রাখেন মুশফিকও। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটারের ১৭৫ বলে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অভিজ্ঞ এই ব্যাটার খেলেন ৮৪ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক এই ব্যাটারের কণ্ঠে ঝরে শান্তর প্রশংসা। জানান, অধিনায়কত্ব পেয়ে বাঁহাতি এই ব্যাটারের খেলার মধ্যেও এসেছে পরিবর্তন।
“সে এর চাইতেও সাবলীলভাবে খেলে। ওর সেরাটা এখনো বাকি। এর চেয়েও দাপট দেখিয়ে খেলে। ওর মধ্যে একটা পরিবর্তন এসেছে, আগে একটা ভালো শুরু পেলে ৫০–৬০ রান পর্যন্ত থাকত। এখন ম্যাচ শেষ করে আসছে, বড় ইনিংস খেলছে। আজও যেমন...সেঞ্চুরি করার পরে অনেকে চিন্তা করে ভিন্ন কিছু খেলার। কিন্তু সে পরের বলেই সহজে একটা সিঙ্গেল নিয়েছে, এতে বোঝা যায় সে দলের জন্য কতটা চিন্তা করে।”
ম্যাচে শান্ত যে শুধু সেঞ্চুরিই হাঁকিয়েছেন তা কিন্তু নয়, খেলেন ওয়ানডেতে বাংলাদেশের কোনো অধিনায়কের সর্বোচ্চ ইনিংসও। আর বিপিএলে তিনি ব্যাট হাতে বাজে সময় কাটালেও শান্তকে নিয়ে মুশফিকের কোনো সংশয় ছিল না।
“বিপিএল একটা অন্য সংস্করণ, এটা (ওয়ানডে) একটা অন্য সংস্করণ। আর যখন একটা মানুষের দায়িত্বটা বেশি থাকে, সবকিছু নিয়ে চিন্তা করে, তখন কিছু কিছু মানুষ তাদের সেরা খেলাটা খেলে। আর শান্ত এমন একটা মানসিকতার ছেলে যে দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সেটাকে সফলভাবে পালনও করে। ও (যখন রান পাচ্ছিল না) তখন যেভাবে প্রক্রিয়া মেনে কাজ করে গেছে, আমার মনে হয়েছে, ওর রানে ফেরাটা শুধু সময়ের ব্যাপার।”
শুক্রবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দু’দল। এই ম্যাচ জিতেই সিরিজ জয়ে চোখ থাকবে শান্তর দলের।
মন্তব্য করুন: