দীর্ঘদিন পর আফগান দলে ফিরলেন রশিদ

১৪ মার্চ ২০২৪

দীর্ঘদিন পর আফগান দলে ফিরলেন রশিদ

সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। এরপর থেকে কোনো ধরনের ক্রিকেটেই দেখা যায়নি আফগানিস্তানের লেগ স্পিন তারকা রশিদক খানকে। পিঠের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে তিনি এবার ফিরলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে।

বুধবার আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক রশিদ ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন রহস্য স্পিনার মুজিব উর রহমান।  সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন হজরাতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, কারিম জানাত, শারাফউদ্দিন আশরাফ, কাইস আহমাদ। দলে নতুন মুখ ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাঙ্গেলিয়া খারোতে আর পেস বোলিং অল-রাউন্ডার ইজাজ আহমেদ।

রশিদ খান অবশ্য গত জানুয়ারিতে ভারত সফরের দলেও ছিলেন। কিন্তু পুরোপুরি ফিট না থাকায় কোনো ম্যাচ খেলতে পারেননি। পরে বিগ ব্যাশ, এসএটুয়েন্টি ও পিএসএল থেকেও নাম সরিয়ে নেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ওয়ানডে দলেও তাকে রাখা হয়নি। 

আগামী শুক্রবার শারজাহতে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

আফগানিস্তান টি-টুয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ইজাজ আহমেদজাই, ইসহাক রহিমি, মোহাম্মদ নবি, নাঙ্গেলিয়া খারোতে, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ, মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, ফরিদ মালিক, নাভিন উল হক, ফজল হক ফারুকি।

মন্তব্য করুন: