মিলারের পারিশ্রমিক নিয়ে ওয়াসিমের দাবি ভুল: বরিশাল মালিক
১৪ মার্চ ২০২৪
ফরচুন বরিশালের হয়ে সদ্য শেষ হওয়া বিপিএলে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন ডেভিড মিলার। শুরুতে দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটারের সঙ্গে দুই ম্যাচ খেলার চুক্তি থাকলেও পরে বরিশাল ফাইনালে উঠায় তিনি তিনটি ম্যাচ খেলেন। আর এই তিন ম্যাচের জন্য তাকে নাকি দেড় লাখ মার্কিন ডলার পারিশ্রমিক দেওয়া হয় বলে দাবি করেছিলেন ওয়াসিম আকরাম। তবে পাকিস্তানের কিংবদন্তি পেসারের এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে বরিশাল কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার পাকিস্তান সুপার লিগের সম্প্রচারক টিভি চ্যানেল এ স্পোর্টসের দ্য প্যাভিলিয়ন অনুষ্ঠানে বিপিএলে দক্ষিণ আফ্রিকান ব্যাটার মিলারের পারিশ্রমিক নিয়ে কথা বলেন ওয়াসিম। সেখানে অবাক করা এক তথ্য দিয়ে কিংবদন্তি এই পেসার বলেন, “বিপিএল কারা জিতেছে সেই আলাপ করছি, পিএসএলের কারণে সেটা খেয়াল করিনি। আমি মাত্রই জানতে পারলাম ডেভিড মিলারকে তিন ম্যাচের জন্য দেড় লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেজন্য সে তার বিয়ে স্থগিত করে দেয়।”
তবে দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমকে বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “না এগুলো ঠিক না। একদম ঠিক না। এগুলো ভুল তথ্য। ও (মিলার) তার ইমোশন দিয়ে থাকছে (ফাইনালে), টাকা দিয়ে থাকেনি। ওয়াসিম আকরাম কি আমাদের সঙ্গে ছিলো? এইগুলো সত্য না।”
অন্যদিকে বিপিএল ফাইনালের কারণে মিলারের বিয়ের তারিখ পেছানোর যে দাবিটি ওয়াসিম করেন, সেটিও ভুল ছিল। আগে থেকেই ঠিক করা ৯ মার্চেই দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেন মিলার। এর প্রমাণ পাওয়া যায় বাঁহাতি এই ব্যাটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও।
বিষয়টি নিয়ে বরিশালের ম্যানেজার বলেন, “আমি এই জিনিস নিশ্চিত করতে পারি যে ওর বিয়ে পেছায়নি, তার বিয়ে ছিলো ৯ তারিখ। আগেও ৯ তারিখে ছিলো, পরেও ৯ তারিখে ছিলো। সে চেয়েছিল যে ফাইনালটা খেলবে না। আগেভাগে চলে যাবে, পরিবারকে সময় দেবে। বিয়ের আগে হয়ত টুকটাক অনুষ্ঠান থাকতে পারে। ওটাই এক ম্যাচ পর গেছে। ফাইনালে উঠার পর তার সঙ্গে মিজান ভাই কথা বলেছে, তারপরে রাজি হয়েছে এবং পরে গেছে।”
ওয়াসিমের দাবি করা টাকার পরিমাণকেও অবিশ্বাস্য বলেও উড়িয়ে দেন বরিশালের ম্যানেজার। তবে এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, প্লে-অফের দুই ম্যাচের জন্য প্রথমে মিলারের সঙ্গে ২৫ হাজার ডলারের চুক্তি করে বরিশাল। দল ফাইনালে খেলায় যা কিছুটা বেড়ে যায়।
মন্তব্য করুন: