তিন মাসেই হাজার রান করে ফেললেন বাবর
১৫ মার্চ ২০২৪
বছরে এক ফরম্যাটে হাজার রান করা চাট্টিখানি কথা নয়। সেই কাজটাই মাত্র তিন মাসে করে দেখিয়ে দিলেন বাবর আজম। মার্চ মাসের মাঝামাঝি চলছে। এর মাঝেই স্বীকৃত টি-টুয়েন্টিতে হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন এই তারকা ব্যাটার। আর কোনো ব্যাটার এই ফরম্যাটে আটশত রানও করতে পারেননি।
গত বৃহস্পতিবার পিএসএলের কোয়ালিফায়ার ম্যাচে ৪২ বলে ৪৬ রানের ইনিংসের পথে হাজার রান স্পর্শ করেন পেশাওয়ার জালমি অধিনায়ক বাবর। এই নিয়ে তিনি গত ছয় পঞ্জিকাবর্ষের পাঁচটিতেই হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন! সব মিলিয়ে এই বছর এখনও পর্যন্ত ২১ ইনিংসে তার রান ৫৩.০৫ গড়ে ১ হাজার ৮। সেঞ্চুরি ১টি, ফিফটি ১০টি। স্ট্রাইক রেট ১৩৫.১২।
চলতি বছরে এখন পর্যন্ত স্বীকৃত টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের হিসেবে বাবরের পরে আছেন দক্ষিণ আফ্রিকার ফন ডার ডুসেন। ১৯ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে তিনি করেছেন ৭৬২ রান। তিনে থাকা ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্স বাবরের চেয়ে চার ইনিংস বেশি খেলে ৭০৭ রান করেছেন। বাবরের সমান ২১ ইনিংস খেলে স্বদেশি মোহাম্মদ রিজওয়ান ৬৫০ রান নিয়ে আছেন চারে।
উল্লেখ্য, এবারের পিএসএলে দারুণ ফর্মে আছেন বাবর। ১০ ম্যাচে ৬০.৪৪ গড়ে এবং ১ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে করেছেন ৫৪৪ রান।
মন্তব্য করুন: