হৃদয়ের ব্যাটে সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশের বড় সংগ্রহ
১৫ মার্চ ২০২৪
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে ব্যাট হাতে দারুণ কিছু করে দেখাতে লাগত বাংলাদেশকে। শুরুর দিকে সে পথে থাকলেও মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সে দিক থেকে কিছুটা সরে যায় তারা। কিন্তু শেষ দিকে তাওহীদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলেন লিটন দাস। গত ম্যাচের মতো এদিনও দিলশান মাদুশঙ্কার বলে কোনো রান করেই ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফেরেন। ইংনিংসের তৃতীয় বলে স্কয়ার লেগে থাকা দুনিত ভেল্লালেগেকে সহজ ক্যাচ দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ডাক মারেন লিটন।
প্রাথমিক ধাক্কা সামাল দিতে সৌম্য সরকারকে নিয়ে এদিনও দলের হাল ধরেন নাজমুল হাসান শান্ত। তবে দ্বিতীয় ওভারেই দুটি জীবন পান বাংলাদেশ অধিনায়ক। এরপরই অবশ্য নিজেদের সামলে নিয়ে লঙ্কান বোলারদের বিপক্ষে পাল্টা আক্রমণে যান সৌম্য-শান্ত জুটি। প্রথম ১০ ওভারে যোগ করেন ৬৪ রান। তবে ১৩তম ওভারে দারুণ খেলতে থাকা শান্তকে (৪০) কট-বিহাইন্ড করে সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় উইকেট ৭৫ রানের এই জুটিটি ভাঙেন মাদুশঙ্কা।
তৃতীয় উইকেটে দলের হাল ধরেন আগের ম্যাচে তেমন সুবিধা করতে না পারা সৌম্য ও তাওহীদ হৃদয়। দারুণ সব শটে ৫২ বলে ৯ চারে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন সৌম্য। এরপর দ্রুততম বাংলাদেশী হিসেবে বাঁহাতি এই ব্যাটার ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। তবে হৃদয়ের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে নিজের উইকেট বিলিয়ে দেন সৌম্য।
ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ২২তম ওভারে রিভার্স-সুইপে বাউন্ডারি মারতে গিয়ে ৬৮ রানে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ দেখেন সৌম্য। দুই বলে পর ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদও। ২৫ রান করা মুশফিকুর রহিমকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন হাসারাঙ্গা।
তবে এক প্রান্ত আগলে রেখে ৭৪ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন হৃদয়। শেষ দিকে তানজিম হাসান সাকিবের সঙ্গে ৪৭ এবং তাসকিন আহমেদের সঙ্গে ২৩ বলে ৫০ রানের জুটি গড়ে বড় সংগ্রহ দাঁড় করান। দায়িত্বশীল ইনিংসে ১০২ বলে ৩ চার ও ৫ ছক্কায় হৃদয় অপরাজিত থাকেন ৯৬ রানে।
মন্তব্য করুন: