‘হুইলচেয়ারে থাকলেও ধোনিকে খেলাবে চেন্নাই’

১৫ মার্চ ২০২৪

‘হুইলচেয়ারে থাকলেও ধোনিকে খেলাবে চেন্নাই’

মহেন্দ্র সিং ধোনি আর কতদিন আইপিএলে খেলবেন? এই প্রশ্নের উত্তর কেউ জানে না। প্রতিবারই ধরে নেওয়া হয়- এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। কিন্তু পরের মৌসুমেই আবারও তাকে মাঠে দেখা যায়। বয়স হয়ে গেছে ৪২। খুব স্বাভাবিকভাবেই ফিটনেস আর আগের মতো নেই। তবে শরীর ঠিক থাকলে ধোনি সহসাই আইপিএলকে বিদায় বলবেন না বলে মনে করেন তার সাবেক চেন্নাই সুপার কিংস সতীর্থ রবিন উত্থাপা।

চেন্নাই সুপার কিংস আর ধোনি যেন একে অন্যের সমার্থক হয়ে গেছেন। বছরের পর বছর তিনি খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটর হয়ে। তার নেতৃত্বেই পাঁচবার শিরোপা জিতেছে চেন্নাই। বুড়ো ধোনি গত আসরেও দলকে শিরোপা জিতিয়েছেন। আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএলের এবারের আসর। উদ্বোধনী দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে লড়াই দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ধোনির চেন্নাই।

ধোনি এই আসরের পরও আইপিএলে খেলতে পারেন বলে ধারণা রবিন উত্থাপার। জিওসিনেমার লিজেন্ডস লাউঞ্জ অনুষ্ঠানে তিনি বলেন, যদি সে হুইলচেয়ারেও থাকে, তবু চেন্নাই তাকে খেলাবে! তখন তাকে বলতে পারে,হুইলচেয়ার থেকে উঠে ব্যাটিংটা করে আবার বসে থাক।আমি মনে করি না, ব্যাটিং তার জন্য কোনো সমস্যা হবে। আমার মতে সমস্যাটা উইকেটকিপিং নিয়ে। তার হাঁটু ধরে আসছে এবং সে কিপিং করতে পছন্দ করে। তাই সে যদি কিপিং করতে না পারে এবং দলে অবদান রাখতে না পারে, তখনই সে খেলা ছেড়ে দেবে।

মন্তব্য করুন: