টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে স্থায়ী হচ্ছে ‘স্টপ ক্লক’ আইন
১৫ মার্চ ২০২৪
মন্থর ওভার রেট কমিয়ে ক্রিকেট ম্যাচে গতি আনতে গত ডিসেম্বর থেকে পরীক্ষামুলকভাবে ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালু করেছিল আইসিসি। পরীক্ষা সফল হওয়ায় এবার আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে এই আইনের স্থায়ী ব্যবহার শুরু হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
‘স্টপ ক্লক’ আইন অনুসারে, বোলিং দলকে দুই ওভারের মাঝে ৬০ সেকেন্ড সময় দেওয়া হবে। অর্থাৎ এক মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে হবে। এক ইনিংসে তিনবার তা করতে ব্যর্থ হলে ব্যাটিং দলের স্কোরবোর্ডে ৫ রান যোগ হবে। তবে ব্যাটসম্যানের কারণে, ডিআরএস বা অন্য কোনো অনিবার্য কারণে পরবর্তী ওভার শুরু করতে দেরি হলে অন-ফিল্ড আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন।
দুবাইয়ে আইসিসির বোর্ড সভার পর আইসিসি জানিয়েছে, আগামী ১ জুন থেকে পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে পুরুষদের ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে এই নিয়ম স্থায়ীভাবে চালু হবে। পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালুর পর প্রতি ওয়ানডে ম্যাচে প্রায় ২০ মিনিট সময় বাঁচানো সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এছাড়া বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে এবং ম্যাচে ফল আনতে নূন্যতম ১০ ওভার খেলার নিয়ম চালু হচ্ছে। তবে গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে ম্যাচে ফল আনতে আগের মতোই নূন্যতম ৫ ওভার খেলা হতে হবে।
মন্তব্য করুন: