কামিন্স এবার শিশু সাহিত্যিক

১৬ মার্চ ২০২৪

কামিন্স এবার শিশু সাহিত্যিক

নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সফল অধিনায়ক প্যাট কামিন্স। ইংরেজি ভাষার অন্যতম প্রকাশনা সংস্থা হার্পারকলিন্সের সঙ্গে তিনি বই লেখার চুক্তি করেছেন। সেই চুক্তি অনুযায়ী বিভিন্ন বয়সী শিশুদের জন্য সচিত্র বই, ছবির বই এবং ননফিকশন বই লিখবেন কামিন্স। ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক এই বইগুলো লেখার জন্য সহ-লেখকও পাচ্ছেন।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে, আগামী অক্টোবরে প্রকাশিত হবে কামিন্সের লেখা ছোটদের বই হাউজ্যাট প্যাট। ৮ থেকে এর বেশি বয়সী খুদেদের জন্য এই বই বের করা হবে। তিন বন্ধুর বন্ধুত্ব, মানিয়ে নেওয়া, দলগত মানসিকতা, নেতৃত্ব, পরিবেশের যত্ন নেওয়া এবং ক্রিকেটএসব বিষয়ের ওপর সচিত্র বইয়ের সিরিজ প্রকাশ করা হবে। বইটি লেখার ক্ষেত্রে কামিন্সের সহ-লেখক হিসেবে থাকছেন খ্যাতিমান লেখক ডেভ হার্টলি।

আগামী বছর প্রকাশিত হবে কামিন্সের লেখা ছোটদের ছবির বই। তিন থেকে এর বেশি বয়সী শিশু-কিশোরদের জন্য উপযোগী হবে এই বইতে থাকবে কামিন্সের পরিবার এবং পারিবারিক সদস্যদের মজার মজার আচরণ ও ঘটনা। এছাড়া কামিন্সের ননফিকশন বই এখনো প্রক্রিয়াধীন। এ বইয়ে কামিন্সের সহ-লেখক পুরস্কার বিজয়ী বেন ম্যাকেলভি। আগামী বড়দিনে বইটি বাজারে আসার কথা আছে।

নিজের নতুন পরিচয় নিয়ে কামিন্স স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, পরিবার, স্কুল ও খেলা নিয়ে ব্যস্ততায় জীবনটা কেটে যাচ্ছে। মা ছিলেন অঙ্কের শিক্ষক। তিনি পড়তে ভালোবাসতেন এবং বিশ্ব নিয়ে প্রচুর আগ্রহী ছিলেন। বাবাও ক্রিকেট না দেখলে কিংবা ব্রুস স্প্রিংস্টিন না শুনলে পড়তেন। মনে পড়ে পারিবারিক ছুটিতে লং ড্রাইভে আমরা খুদেরা গল্পের বইয়ে নাক গুঁজে থাকতাম। বাড়ির পাশে উঠানে ভাইদের সঙ্গে ক্রিকেট খেলার মতো একটি ভালো বইয়ের রোমাঞ্চও উপভোগ করেছি।

কামিন্স আরও বলেন, এখন আমার নিজেরই পরিবার আছে। খেলার প্রতি ভালোবাসা, রোমাঞ্চ ও বই পড়ানিজের সন্তান অ্যালবিসহ সব অস্ট্রেলিয়ান খুদেদের এই প্রকাশনা প্রকল্পের সঙ্গে সংযুক্ত করতে চাই। গত বছর আমি বই লেখার সিদ্ধান্ত নিই। কিছু চ্যালেঞ্জ, নেতৃত্বের ইতিবাচক দিক এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আরও জানতে চেয়েছি। এ বইয়ের জন্য আমি নিজের পছন্দের কিছু মানুষের সাহায্য নিয়েছি, যাদের এসব বিষয়ে জীবনে মূল্যবান অভিজ্ঞতা আছে। চমৎকার সব গল্প তাদের। কিছু বিষয় তো নিজের জীবন থেকে পাওয়া অভিজ্ঞতারই প্রতিফলন।

মন্তব্য করুন: