‘বিশ্বের সেরা টি-টুয়েন্টি লিগে’ খেলতে তর সইছে না স্টার্কের

১৬ মার্চ ২০২৪

‘বিশ্বের সেরা টি-টুয়েন্টি লিগে’ খেলতে তর সইছে না স্টার্কের

দীর্ঘ বছরের বিরতি দিয়ে এবারের মৌসুমের আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তার প্রত্যাবর্তনটাও হচ্ছে বেশ রাজসিকভাবেই। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর দীর্ঘ সময় পর আইপিএলে ফেরার বিষয়ে দারুণ উচ্ছ্বাসিত বোধ করছেন স্টার্ক। 

গত ডিসেম্বরে আইপিএলের ১৭তম আসরের নিলামে স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। তবে এর আগেও ২০১৮ সালের নিলামে এই তারকা পেসারকে দলে ভিড়িয়েছিল তারা। কিন্তু সেবার অস্ট্রেলিয়া দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে আসর শুরুর আগে নিজেকে সরিয়ে নেন স্টার্ক।

অস্ট্রেলিয়ার তিন ফরম্যাট মিলিয়ে ৬৬৮ উইকেট শিকার করা এই পেসার এখন পর্যন্ত আইপিএলে অংশ নেন কেবল দুই মৌসুমে। ২০১৪ ২০১৫ সালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমে ৩৪টি উইকেট শিকার করেছিলেন।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএলে ফেরা নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান স্টার্ক। আইপিএলকে বিশ্বের সেরা টি-টুয়েন্টি লিগ আখ্যা দিয়ে বাঁহাতি এই পেসার বলেন, “আমার মনে হয় বছর হতে চলল। কলকাতায় ফিরে এলাম, যেখানে আমার ২০১৮ সালে খেলার কথা ছিল। এবার সেখানে সোনালি-বেগুনি জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাব। সেখানে (আইপিএল) আমার খুব বেশি স্মৃতি নেই। যা আছে সেটিও ২০১৪ ২০১৫ সালে বেঙ্গালুরুর হয়ে। তবে হ্যাঁ, আবার ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত বোধ করছি।

সেখানে অবশ্যই একদল নতুন খেলোয়াড় থাকবে। তাদের অনেকের সঙ্গে আমার দেখাই হয়নি এখনও অথবা কারোর সঙ্গে আগে খেলেছি। কিছু খেলোয়াড় আছে যাদের বিপক্ষে আমি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছি। এটা দারুণ কিছু হবে। এটা অবশ্যই নতুন একটা চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, এটা রোমাঞ্চকর কিছু হবে। এটা সবসময়ই বাড়তি কিছু কেননা, এটা বিশ্বের সেরা টি-টুয়েন্টি লিগ। তাই আমি এটার জন্য মুখিয়ে আছি।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by cricket.com.au (@cricketcomau)

আগামী ২৩ মার্চ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা। ঘরের মাঠ ইডেন গার্ডেনসের সেই ম্যাচ দিয়েই আইপিএলে প্রত্যাবর্তন হতে পারে স্টার্কের।

মন্তব্য করুন: