লিটন বাদ পড়ায় সতর্ক বাকিরা
১৭ মার্চ ২০২৪
আর কোনো বিশেষ বিবেচনা বা নান্দনিক ব্যাটিংয়ের বিবেচনায় নয়, পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে। লিটন দাসকে বাদ দিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই কঠোর বার্তাই দিয়েছেন। দলের বাকি ক্রিকেটাররাও এখন বুঝে গেছেন, পারফর্ম না করলে জাতীয় দলে থাকা যাবে না। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন রোববার মেহেদি হাসান মিরাজের কথায় তেমনই বোঝা গেল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ‘ডাক’ মারা লিটন দাসকে গত শনিবার বাদ দিয়েছেন নির্বাচকেরা। তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। লিটনের বাদ পড়ার বিষয়ে রোববার মিরাজ বলেন, “প্রত্যেকেটা নির্বাচক প্যানেলের আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে। একেক জনের চিন্ত ভাবনা একেক রকম। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে বলতে পারবো না। তাদের চিন্তা কী ছিল, তাদের সাথে আমার ওরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা ক্যাপ্টেন ভালো বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি প্রত্যেক প্লেয়ারকে পারফর্ম করতে হবে।”
জাতীয় দলের এই তারকা অলরাউন্ডারের কথায় স্পষ্ট হয়ে ওঠে যে, নির্বাচকদের কঠোর বার্তা সবার কাছেই পৌঁছে গেছে, “পারফর্ম করেই ক্রিকেটারদের খেলতে হবে, সেটা প্রত্যেক জায়গায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকেটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত এ ক্ষেত্রে। কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেটা নিয়ে কাজ করা উচিত। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে। তাদেরও কিন্তু আপস ডাউনস ছিল।”
লিটন দাস দ্রুতই দলে ফিরে আসবে বলেও বিশ্বাস করেন মিরাজ, “আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। খারাপ খেললে কিন্তু আপনিও চান্স পাবেন না, এটা প্রত্যেকেটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে। ক্যারিয়ারে সে (লিটন) অনেক ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। তবে সে বাদ পড়েছে ওইরকম কিছু না। আমরা জানি সে কেমন প্লেয়ার। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রুত সে বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।”
মন্তব্য করুন: