দলে ফিরতে হলে ফর্মে ফিরতে হবে লিটনকে: গাজী আশরাফ

১৭ মার্চ ২০২৪

দলে ফিরতে হলে ফর্মে ফিরতে হবে লিটনকে: গাজী আশরাফ

শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে জাতীয় দল থেকে লিটন দাসের বাদ পড়া ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তারকা এই ওপেনারকে ফর্মহীনতার কারণে সোজাসুজি বাদ দিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সিদ্ধান্তটা বেশ কঠোর হলেও তা সর্বমহলে সমাদৃত হয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে কি লিটনকে দেখা যাবে?

লিটনকে বাদ দেওয়ার ঘোষণায় গাজী আশরাফ হোসেন বলেছিলেন, “সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমরা স্কোয়াডে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।” 

সাদা বলের আরেক ফরম্যাট টি-টুয়েন্টিতে লিটনের পারফর্ম্যান্স মোটেও খারাপ নয়। সবশেষ পাঁচটি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার সংগ্রহ যথাক্রমে- ৩৫, ৪১*, ০, ৩৬ ও ৭। বাংলাদেশের বিচারে এটা খারাপ নয়। বিপিএলেও বেশ ভালোই ব্যাটিং করেছেন।

আরও পড়ুন : লিটন বাদ পড়ায় সতর্ক বাকিরা

এছাড়া লিটনের টেস্টে খেলার বিষয়ে নির্বাচক প্যানেল এখনও কোনো অফিসিয়াল মন্তব্য করেনি। তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বলেন, “আমরা লিটনকে পরিষ্কার বার্তা দিতে চেয়েছি যে তাকে দলে ফিরতে হলে আগে ফর্মে ফিরতে হবে। একজন খেলোয়াড়ের ফর্ম ভালো না থাকলে কোনো সংস্করণেই তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার চান্স থাকে না। তাই যেকোনো ফরম্যাটেই হোক, তার রান পাওয়াটা জরুরি। আর রানে না ফিরতে পারলে কোনো সংস্করণেই সে স্বচ্ছন্দ থাকবে না। কাজেই বার্তাটাকে দুই ক্ষেত্রেই ধরে নেওয়া যায়।”

ওয়ানডে সিরিজ শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে। এখন পর্যন্ত সেই সিরিজে লিটনের খেলার সম্ভাবনা আছে বলেই শোনা যাচ্ছে। তবে ক্রিকেটে কৌশল আর মানসিকতাটা ভীষণ গুরুত্বপূর্ণ। লিটনের মাঝে এখন দুটি বিষয়েই ঘাটতি দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডেতে তিনি যেভাবে আউট হয়েছেন, সেটা লিটনের মানের কোনো ব্যাটারের সঙ্গে মানানসই নয়। রোববার ডিপিএল খেলতে নেমেও লিটন ১৭ বলে ৫ রান করে আউট হয়ে গেছেন, যা মাঠে বসেই দেখেছেন গাজী আশরাফ। তাই হয়তো লিটনকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, তাকে ফর্মে ফিরতে হবে।

মন্তব্য করুন: