রশিদের ‘নো-লুক’ শটে ছক্কার ভিডিও ভাইরাল

১৮ মার্চ ২০২৪

রশিদের ‘নো-লুক’ শটে ছক্কার ভিডিও ভাইরাল

চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আফগানিস্তান দলে ফিরেছেন রশিদ খান। সিরিজের প্রথম ম্যাচে এই তারকা লেগ-স্পিনার বল হাতে উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট-বলে তার দুর্দান্ত পারফরম্যান্সে ১০ রানে জিতে সিরিজে সমতায় ফিরেছে আফগানরা। কিন্তু আফগানদের জয়ের চেয়েও আলোচনায় রশিদেরনো-লুক শটে ছক্কা, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

রোববার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ১২ বলে চার ছক্কায় ২৫ রান করেন রশিদ। শেষ দিকে তার এই ঝড়ো ইনিংসে আফগানিস্তান ১৫২ রানের সংগ্রহ পায়। জবাবে এক রশিদের ঘূর্ণির সামনেই দিশেহারা হয়ে পড়ে আয়ারল্যান্ড। ম্যাচে ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রানে ডানহাতি এই স্পিনারের শিকার উইকেট।

ম্যাচের আলোচিত ঘটনাটি ঘটে আফগান ইনিংসের ১৮তম ওভারে। আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থির করা ওভারের শেষ বলটির দিকে না তাকিয়েই ছক্কা হাঁকান রশিদ। ক্রিকেটের ভাষায় এধরনের শটকে বলা হয়নো-লুক শট মিডল-লেগ স্ট্যাম্পে করা ম্যাকার্থি লো ফুলটস বলটি কোনো দিকে না নড়ে শুধু ব্যাটকে সুইপের জন্য পেতে দেন রশিদ। আর এতেই বল চলে যায় ব্যাকওয়ার্ড স্কয়ার-লেগের ওপর দিয়ে গ্যালারিতে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো ভাইরাল রশিদ খানের নো-লুক শটে ছক্কার ভিডিও। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ভিডিওটি শেয়ার করা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড ছাড়া, ইএসপিএন ক্রিকইনফো ক্রিকবাজের পেজেও। আফগান ক্রিকেট বোর্ড রশিদের নো-লুক শটের ক্যাপশনে লিখেছে, ‘রশিদ খান রশিদ খানই। এমন কিছু আমরা আগেও দেখেছি।

তবে এই ধরনের শটে রশিদের বাউন্ডারি হাঁকানো নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের পিএসএলে সালমান ইরশাদ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মিচেল স্টার্কের বলেও এমন শট খেলেছিলেন তিনি। 

দুদলের সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ টি-টুয়েন্টি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায়।

মন্তব্য করুন: