সতর্ক থাকতে হবে আইপিএলে খেলার ছাড়পত্র পাওয়া আইয়ারকে

১৮ মার্চ ২০২৪

সতর্ক থাকতে হবে আইপিএলে খেলার ছাড়পত্র পাওয়া আইয়ারকে

পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের শ্রেয়াস আইয়ার। শঙ্কা ছিল সেই চোটের কারণে ডানহাতি এই ব্যাটার আইপিএলেও হয়তো খেলতে পারবেন না। তবে শেষ পর্যন্ত এবারের আসরে খেলার অনুমতি পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কিন্তু আইয়ারকে ছাড়পত্র দিলেও তাকে কিছু নিয়ম মেনে খেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এক প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মুম্বাইয়ের এক মেরুদণ্ড বিশেষজ্ঞের শরণাপন্ন হন আইয়ার। সেখানে তাকে আইপিএলে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়ার পাশাপাশি কিছু পরামর্শ দেওয়া হয়।

আইয়ারকে সামনের দিকে পা বেশি এগিয়ে খেলতে নিষেধ করা হয়। একই সঙ্গে খুব বেশি ঝুঁকে শট খেলতেও মানা করা হয়। মূলত যেসব শট খেলতে পিঠের উপর বেশি চাপ পড়ে, সেগুলো বাদ দিতে বলা হয়। চিকিৎসকের আশঙ্কা বেশি ঝুঁকে খেললে ডানহাতি এই ব্যাটারের পিঠের ব্যথা পেতে পারেন।

আইয়ারের ছাড়পত্র পাওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, “সে খেলার জন্য ফিট। মুম্বাইয়ের একজন মেরুদণ্ড বিশেষজ্ঞ তাকে রক্ষণাত্মক শট খেলার সময় পা সামনের দিকে বেশি না বাড়াতে পরামর্শ দিয়েছেন। পিঠের উপর যাতে চাপ না পড়ে সে দিকে ওকে খেয়াল রাখতে বলা হয়েছে। সে কলকাতা দলে যোগ দিয়েছে এবং খেলতে পারবে।

পিঠের চোট নিয়ে বেশ ভুগতে হয়েছে আইয়ারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শেষে পিঠে ব্যথার কথা বোর্ডকে জানান। ফলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টেস্টের দল থেকে বাদ পড়েন তিনি। এরপর রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে না খেলেও ছিলেন ফাইনালে। তবে ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৯৫ রানের ইনিংস খেলার পর দিন ডানহাতি এই ব্যাটার আর মাঠে নামেননি।

মন্তব্য করুন: