হেলমেট দেখিয়ে উদযাপন করে শ্রীলঙ্কাকে জবাব মুশফিকদের
১৮ মার্চ ২০২৪
তখনও রিশাদ হোসেনের ব্যাটিং তাণ্ডবের রেশ কাটেনি। সমর্থনদের পাশাপাশি ওয়ানিন্দু হাসারাঙ্গাও হয়তো ভাবছিলেন, এটা কী হলো! তখনই সিরিজ জয়ের ট্রফি নিয়ে ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়ল বাংলাদেশ। আর মুশফিকুর রহিম করলেন নতুন এক উদযাপন।
শিরোপা নিয়ে সবাই যখন ছবির তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তখন মুশফিকের হাতে দেখা গেল হেলমেট। স্ট্র্যাপটা খোলা। ইঙ্গিত করলেন, সেটায় সমস্যা। পাশ থেকে একটু অবাক হওয়ার ভঙ্গি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর টাইমড-আউট উদযাপন করেছিল শ্রীলঙ্কা। এবার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই ত্রুটিযুক্ত হেলমেটের স্মৃতি ফিরিয়ে এনে উদযাপন করলেন মুশফিক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের এরকম উদযাপনের ব্যাপারে অধিনায়ক শান্তর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “তেমন কিছু না, হেলমেট নিয়ে এমনিতেই একটা উদযাপন।”
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সিরিজ তৃতীয় তথা শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ২৩৬ রানের টার্গেটে ৫৮ বল হাতে রেখেই পৌঁছে যায় টিম টাইগার। যাতে বড় অবদান ম্যাচসেরা রিশাদ হোসেনের ১৮ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসের। মুশফিকও ৩৬ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
মন্তব্য করুন: