মুস্তাফিজের কি মনে পড়বে, ধোনির দেওয়া সেই ধাক্কার কথা?
১৯ মার্চ ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি, তার আগেই মঙ্গলবার সকালে মুস্তাফিজুর রহমান উড়াল দিলেন আইপিএল খেলতে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি এবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। ক্যারিয়ারের প্রারম্ভে এই ধোনির সঙ্গেই তো তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। মুস্তাফিজের কি মনে আছে ৮ বছর আগের সেই ইতিহাস?
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে চেন্নাই রওনা হওয়ার খবর নিজেই দিয়েছেন মুস্তাফিজ। বিমানবন্দরে অপেক্ষারত অবস্থার একটি ছবি দিয়ে ২৮ বছর বয়সী বোলার লিখেছেন, “আমি রোমাঞ্চিত, নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছি। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। দোয়া করবেন, আমি যেন নিজের সেরাটা দিতে পারি।” সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি হ্যাশট্যাগ- #WhistlePodu ও #Yellove। চেন্নাই সমর্থকদের উৎসাহ দিতে এই দুটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।
চেন্নাইয়ে গিয়ে ধোনির সঙ্গে দেখা হলে মুস্তাফিজ হয়তো স্মৃতিচারণ করবেন ভারতের বিপক্ষে ২০১৫ সালের সেই ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি। ১৯ বছর বয়সী নবীন বোলার মুস্তাফিজ হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। ১৮ জুন ওই সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭৯ রানে হেরে গিয়েছিল। ম্যাচটিতে ৯.১ ওভার বল করে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দেন মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ের এক পর্যায়ে রান নিতে গিয়ে মুস্তাফিজের সঙ্গে ধাক্কা লেগে যায় ধোনির।
সেই সময় এই ঘটনা নিয়ে সেই সময় তুলকালাম হয়েছিল। বিশেষ করে 'ক্যাপ্টেন কুল' এমন কাজ করতে পারেন সেটা সবার ধারণার বাইরে ছিল। ধাক্কা খেয়ে ১৯ বছর বয়সী মুস্তাফিজকে মাঠের বাইরে চলে যেতে হয়। ফিরে এসেই ৫ বলে ৩ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দেন তিনি। ম্যাচ শেষে আইসিসির ম্যাচ রেফারি তার মূল্যায়নে বলেছিলেন, “ভিডিও দেখে স্পষ্ট মনে হয়েছে, ধোনির ধাক্কাটা ইচ্ছাকৃত। যেটা মেনে নেওয়া যায় না।”
শুনানিতে ধোনি নিজেকে নির্দোষ দাবি করেন। মুস্তাফিজও বলেন যে, “আমিই তার সামনে গিয়ে পড়েছিলাম।” তবে জীবনে প্রথম এমন কাণ্ড ঘটিয়ে পার পাননি ধোনি। তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। শাস্তি পেয়েছিলেন মুস্তাফিজও। রোহিত-কোহলি-ধোনিদের নিয়ে গড়া ভয়ংকর ভারতীয় দলের বিপক্ষে সেই সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
মন্তব্য করুন: