দৈনিক ১৫ লাখ রুপি, বেতনের রেকর্ড গড়লেন ওয়াটসন
১৯ মার্চ ২০২৪
পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ হওয়ার সুযোগ এসেছিল শেন ওয়াটসনের সামনে। তবে অস্ট্রেলিয়ার সাবেক এই অল-রাউন্ডার শেষ পর্যন্ত পিসিবির সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তা আর হয়নি। কিন্তু পাকিস্তান জাতীয় দলে না হলেও পিএসএলে বেতনের রেকর্ড গড়ে ফেলেছেন ওয়াটসন।
এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হেড কোচের দায়িত্ব পালন করেন ওয়াটসন। তার কোচিংয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে ওঠে কোয়েটা। তবে এলিমিনেটরে আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে ওয়াটসনের শিষ্যদের বিদায় নিতে হয়।
পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলছে, কোয়েটার কোচ হিসেবে মোট দেড় লাখ মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন ওয়াটসন। পিএসএলে কোনো দলের কোচ হিসেবে এত বেশি পারিশ্রমিক এর আগে কেউই পাননি। একই দলের মেন্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস আগে এক লাখ ডলার পেলেও করোনার মহামারির পর তা কমে ৭৫ হাজার ডলার হয়।
কোয়েটার কোচের দায়িত্বে পাকিস্তানে মোট ২৮দিন ছিলেন ওয়াটসন। সে হিসেবে দৈনিক ১৫ লাখ পাকিস্তানি রুপি বেতন পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অল-রাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় লাখ টাকা।
কোয়েটা গ্ল্যাডিয়েটরসের মালিক পাকিস্তানি ব্যবসায়ী নাদিম ওমরের কোচ ও খেলোয়াড়দের সময়মতো পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে সুনাম আছে বলেও জানায় সংবাদ মাধ্যমগুলো।
মন্তব্য করুন: